জাল নোট-সহ ধৃত হিলাল আহমেদ মালিক এবং বিল্লাল আহমেদ শেখকে সোমবার বোলপুর আদালত ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিল। ধৃতদের বাড়ি জম্মু ও কাশ্মীরে। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “বোলপুরের এসিজেএম সঙ্ঘমিত্রা পোদ্দার আগামী ৯ জুন ফের দু’জনকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন।” অবশ্য ঘটনার কেস ডায়েরি-সহ কিছু নথি তদন্তকারী অফিসার আদালতে জমা দিতে না পারায় বিচারক ধৃতদের পুলিশি হেফাজতে রাখার আর্জি নামঞ্জুর করে দেন। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য গোয়েন্দা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের এসআই কৃষ্ণেন্দু ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার সন্ধ্যায় ওই দুই সন্দেহভাজন যুবককে গ্রেফতার করে। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৯৫ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। তাতে রয়েছে ৯৭টি ১০০০ এবং ১৯৬টি ৫০০ টাকার জাল নোট। এসডিপিও (বোলপুর) সূর্যপ্রতাপ যাদব বলেন, “ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে।”
পুলিশ জানতে পেরেছে, বোলপুর, শান্তিনিকেতন এলাকাতেও জাল নোটের কারবারিদের একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা সাধারণত বোলপুর এলাকার লজগুলিতেই ঠাঁই নেয়। জাল নোট হাতবদল করে যার যার গন্তব্যে চলে যায়। জেলা পুলিশের এক কর্তা বলেন, “জাল নোটের ধৃত দুই পাণ্ডা শ্রীনগর থেকে নয়া দিল্লি ও কলকাতা হয়ে শান্তিনিকেতনে এসেছিল। বছর ৩৫-এর হিলাল আহমেদ মালিক জম্মু কাশ্মীরের শ্রীনগর জেলার বাটম্লু থানার তানকুরা এলাকার বাসিন্দ। বছর ২৪-এর যুবক বিল্লাল আহমেদ শেখ একই রাজ্যের বারগাঁও জেলার নওগাঁ থানার ডাঙ্গারপার এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে ৪৮৯বি (জাল নোটের কারবার করা) এবং ৪৮৯সি (জাল নোট হেফাজত থেকে উদ্ধার হওয়া) জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করেছে পুলিশ।