অনলাইনে ভর্তির দাবিতে কলেজে বিক্ষোভ বিজেপির

অনলাইন পদ্ধতিতে কলেজে ছাত্র-ছাত্রী ভর্তির দাবিতে রাজ্যের অন্যান্য জায়গার মতো বীরভূমেও কলেজে কলেজে বিক্ষোভ দেখাল বিজেপি ও দলের যুব মোর্চা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকাল থেকে সিউড়ি, বোলপুর, রামপুরহাট তিন মহকুমারই বিভিন্ন কলেজে বিজেপি ওই বিক্ষোভ চলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০১৪ ০০:৫৪
Share:

যুযুধান। কলেজ গেটের বাইরে বিজেপির বিক্ষোভ। ভিতরে নজরদারি তৃণমূল ছাত্র পরিষদের। শুক্রবার সিউড়ি বিদ্যাসাগর কলেজে। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়

অনলাইন পদ্ধতিতে কলেজে ছাত্র-ছাত্রী ভর্তির দাবিতে রাজ্যের অন্যান্য জায়গার মতো বীরভূমেও কলেজে কলেজে বিক্ষোভ দেখাল বিজেপি ও দলের যুব মোর্চা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকাল থেকে সিউড়ি, বোলপুর, রামপুরহাট তিন মহকুমারই বিভিন্ন কলেজে বিজেপি ওই বিক্ষোভ চলে। একই সঙ্গে যুব মোর্চার কর্মী-সমর্থকেরা প্রতীকী অবস্থানও করেন। বিজেপি-র বীরভূম জেলা সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কলেজে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ করতে অনলাইনে ভর্তি খুব জরুরি। উল্টে রাজ্য জুড়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়ে গোটা ছাত্র সমাজকে পঠনপাঠন থেকে দূরে সরানো হচ্ছে। অনলাইন পদ্ধতি চালু না করে তৃণমূল ছাত্র পরিষদ ভর্তি প্রক্রিয়াকে ঘিরে কলেজে কলেজে দাদাগিরির অবাধ সার্টিফিকেট দেওয়া হচ্ছে।” তিনি রাজ্যের সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ভর্তিতে অনলাইন ব্যবস্থা চালু বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন।

Advertisement

এ দিন বিজেপি সকাল সাড়ে ১১টা থেকে এক ঘণ্টা বোলপুর কলেজে এবং ১২টা চল্লিশ থেকে প্রায় ১টা ৩০ পর্যন্ত বোলপুরের পূর্ণীদেবী চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। বিক্ষোভে যোগ দিয়েছিলেন বিজেপির বোলপুর শহর সভাপতি লক্ষ্মণলাল তিওয়ারি, বিশ্বভারতীর অধ্যাপক রামপ্রসাদ দাস-সহ বহু ছাত্রছাত্রী। একই চিত্র দেখা যায় সিউড়ির বিদ্যাসাগর কলেজেও। একই কারণে বিক্ষোভ দেখানো হয় মল্লারপুর টুরকু হাঁসদা লেপসা হেমব্রম কলেজ এবং মুরারই কবি নজরুল কলেজে। সংগঠনের জেলা সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন, শনিবার রামপুরহাট কলেজেও অনলাইন ভর্তির দাবিতে তাঁরা বিক্ষোভ কর্মসূচি করবেন। তবে, বিক্ষোভ হয়নি সাঁইথিয়া কলেজে। যুব মোর্চার অভিযোগ, ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে শাসক দলের ক্ষমতায় থাকা ছাত্র সংসদ জেলার কলেজগুলিতে বেশ কিছু ক্ষেত্রে টাকা নিয়ে পড়ুয়াদের ভর্তির দ্বায়িত্ব নিয়েছে। তার প্রতিবাদ করলে ছাত্রছাত্রীদের হুমকির মুখে পড়তে হচ্ছে দিলীপবাবুদের অভিযোগ। এই পরিস্থিতিতে অনলাইন ব্যবস্থা বাধ্যতামূলক করা হোক বলে সংগঠনের দাবি। তৃণমূল অবশ্য বিজেপির অভিযোগগুলি ভিত্তিহীন বলেই দাবি করেছে। তাদের পাল্টা দাবি, ছাত্র ভর্তিকে ঘিরে বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement