নিখোঁজ কিশোর

মাসখানেক আগেই মাসির বাড়ি বেড়াতে এসেছিল সে। কিন্তু বুধবার সন্ধ্যা থেকে হঠাৎ-ই সেই কিশোরের আর খোঁজ নেই। মহম্মদবাজারের ওই ঘটনায় বৃহস্পতিবার থানায় নিখোঁজ ডায়ের করেছে পরিবার। পুলিশ জানিয়েছে, বারো বছরের ওই কিশোরের নাম মহম্মদ ইমরান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মহম্মদবাজার শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৬
Share:

মাসখানেক আগেই মাসির বাড়ি বেড়াতে এসেছিল সে। কিন্তু বুধবার সন্ধ্যা থেকে হঠাৎ-ই সেই কিশোরের আর খোঁজ নেই। মহম্মদবাজারের ওই ঘটনায় বৃহস্পতিবার থানায় নিখোঁজ ডায়ের করেছে পরিবার। পুলিশ জানিয়েছে, বারো বছরের ওই কিশোরের নাম মহম্মদ ইমরান। বাড়ি বিহারের মজফ্ফরপুর জেলার পাড়ু থানার ফতিয়াবাদ গ্রামে। পরিবারের অনুমান, ক্যানালে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছে ইমরান। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ইমরান মাসখানেক আগে মাসতুতো দাদা ফিরোজ আনসারির সঙ্গে মহম্মদবাজারে মাসির বাড়ি বেড়াতে আসে। সিউড়ি যাওয়ার পথে মোরগ্রাম-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে ফিরোজের গাড়ি মেরামতির গ্যারাজ আছে। ঘটনার দিন ইমরান দাদার গ্যারাজে ছিল। সন্ধ্যা ৬টা নাগাদ দাদাকে জানিয়ে গ্যারাজের পিছনে ক্যানালের দিকে যায়। অনেক ক্ষণ না ফেরায় তার খোঁজ শুরু করেন। ফিরোজ বলেন, ‘‘কাজে ব্যস্ত ছিলাম। প্রায় আধ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরেও ভাই না ফেরায় চিন্তা হয়। খোঁজাখুঁজি করতে গিয়ে ক্যানালের পাড় থেকে ভাইয়ের চটি ও সাবান পাই। তা থেকেই আমাদের ধারণা, ইমরান হয়তো স্নান করতে নেমে ক্যানালের জলে তলিয়ে গিয়েছে।’’ ভরা ক্যানালে বুধবার সন্ধ্যা থেকে স্থানীয় লোক জন অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু ইমরানের কোনও হদিস মেলেনি। বৃহস্পতিবার মহম্মদবাজার সেচ দফতরে গিয়ে তিলপাড়া জলাধার থেকে ক্যানালে কম জল ছাড়ার আবেদন জানানো হয়। দফতরের এসডিও এমডি এলাহি বক্স বলেন, ‘‘ওই ক্যানালে ১৮০০ কিউসেক জল ছাড়া হয়েছিল। দুর্ঘটনার খবর ও জল কমানোর আবেদন পেয়েই জল ছাড়া কমিয়ে ৩০০ কিউসেক করা হয়েছে।’’ পুলিশ জানায়, ওই কিশোরের খোঁজে তল্লাশি চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement