হাসপাতালে যুবকের দেহ। পাশে পরিজনরা। —নিজস্ব চিত্র
দু’মাস বেতন না পেয়ে আর্থিক অনটনে আত্মঘাতী হলেন এক নিরাপত্তারক্ষী যুবক। বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে উদ্ধার হয় জয়দেব মাল (২৮) নামে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ। এর পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সিউড়ির ইরিগেশন কলোনিতে একটি বেসরকারি সংস্থার অধীনে নিরাপত্তারক্ষীর কাজ করতেন জয়দেব মাল। তাঁর পরিবারের অভিযোগ, গত দু’মাস ধরে বেতন পায়নি জয়দেব। বোনাসও দেয়নি ওই সংস্থা। তার জেরে আর্থিক অনটনের মধ্যে ছিলেন তাঁরা। এই কারণে পরিবারে অশান্তিও লেগেই থাকত। হতাশায় মাঝেমধ্য়ে জয়দেব মদ্যপানও করতেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। পুলিশে খবর পাঠানো হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে আসেন জয়দেবের সঙ্গে কর্মরত অন্য নিরাপত্তারক্ষীরাও। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: আদালতের নির্দেশ মেনে ছটপুজোর আবেদন মমতার, শুভেচ্ছাবার্তাও