থানায় বিক্ষোভ

দুই মহিলাকে নিগ্রহ করার অভিযোগ দায়ের হওয়ার তিনদিন পরেও মূল অভিযুক্তকে গ্রেফতার না করায় থানায় বিক্ষোভ দেখালেন চেলিয়ামার করগালি গ্রামের কিছু মহিলা। মঙ্গলবার সকালে রঘুনাথপুর থানা চত্বরে এই বিক্ষোভ চলে। এ দিন গ্রামের জনা কুড়ি মহিলা স্থানীয় তৃণমূলের নেতৃত্বে থানায় বিক্ষোভ দেখান। গত শনিবার রাতে গ্রামেই শৌচকর্মের জন্য পুকুরে যাওয়ার পথে গ্রামেরই এক ব্যক্তি দুই মহিলাকে মারধর ও নিগ্রহ করে বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রঘুনাথপুর শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ০০:৩৫
Share:

দুই মহিলাকে নিগ্রহ করার অভিযোগ দায়ের হওয়ার তিনদিন পরেও মূল অভিযুক্তকে গ্রেফতার না করায় থানায় বিক্ষোভ দেখালেন চেলিয়ামার করগালি গ্রামের কিছু মহিলা। মঙ্গলবার সকালে রঘুনাথপুর থানা চত্বরে এই বিক্ষোভ চলে। এ দিন গ্রামের জনা কুড়ি মহিলা স্থানীয় তৃণমূলের নেতৃত্বে থানায় বিক্ষোভ দেখান। গত শনিবার রাতে গ্রামেই শৌচকর্মের জন্য পুকুরে যাওয়ার পথে গ্রামেরই এক ব্যক্তি দুই মহিলাকে মারধর ও নিগ্রহ করে বলে অভিযোগ। ওই রাতেই রঘুনাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তের তরফেও পাল্টা অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মহিলাদের নিগ্রহ করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement