bankura

বার বার কেন বাঁকুড়ার জঙ্গলে আগুন? দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির নিদান বন দফতরের

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে জয়পুরের একটি বেসরকারি একটি রিসর্টের পাশে একটি জঙ্গলে আচমকা আগুন লাগে। তা বুঝতে পেরে প্রথমে রিসর্টের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৮
Share:

ব্লোয়ার হাতে বনকর্মীরা ছাড়াও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। —নিজস্ব চিত্র।

দফায় দফায় জঙ্গলে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার জয়পুর জঙ্গলে। বুধবার সকালে জয়পুর লাগোয়া জঙ্গলে ঝরা পাতায় আগুন লেগে যায়। খবর পেয়ে ছুটে যান বনকর্মীরা। ঘণ্টা কয়েকের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনতে না আনতেই যাদবনগরের জঙ্গলে আগুন লেগে যাওয়ার খবর আসে। ব্লোয়ার হাতে বনকর্মীরা ছাড়াও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও বিষয়টিকে মোটেই হালকা ভাবে নিচ্ছে না বন দফতর।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে জয়পুরের একটি বেসরকারি রিসর্টের পাশে একটি জঙ্গলে আচমকা আগুন লাগে। তা বুঝতে পেরে প্রথমে রিসর্টের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তা তাঁরা পারেননি। খবর দেওয়া হয় বন দফতরকে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ব্লোয়ার দিয়ে শুকনো ঝরা পাতার সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার পরেই কিছু দূরে যাদবনগরের জঙ্গলে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। বন দফতর জানিয়েছে দু’টি ক্ষেত্রেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এ নিয়ে বিষ্ণুপুর বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, ‘‘অন্যান্য বছরের তুলনায় চলতি বছর জঙ্গলে অগ্নিকাণ্ডের সংখ্যা অনেক কম। কিন্তু আজ (বুধবার) কী ভাবে আগুন লাগল, তা আমরা খতিয়ে দেখছি। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement