West Bengal Lockdown

পুরো রেশন না দেওয়ার অভিযোগে শুরু তদন্ত 

এ দিন আড়শা ব্লকের কড়রিয়া গ্রামে রেশন দোকানের বাইরে বিক্ষোভ দেখান কিছু গ্রাহক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২০ ০১:৫৬
Share:

বস্তাবন্দি: বান্দোয়ানের কুচিয়ার একটি রেশন দোকানে। নিজস্ব চিত্র

এপ্রিলের পুরো রেশন না দেওয়ার অভিযোগ উঠল পুরুলিয়ার আড়শা ব্লক এলাকার এক ডিলারের বিরুদ্ধে। অন্য দিকে, বাঁকুড়ার ওন্দায় এক রেশন ডিলার কেরোসিনের দাম বেশি নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। দু’টি ঘটনাই সোমবারের। প্রশাসন জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

এ দিন আড়শা ব্লকের কড়রিয়া গ্রামে রেশন দোকানের বাইরে বিক্ষোভ দেখান কিছু গ্রাহক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলা সাড়ে ৯টা নাগাদ এক প্রতিবন্ধী মহিলা ওই দোকানে রেশন তুলতে গেলে ছুতো করে তাঁকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ডিলারের বিরুদ্ধে। খবর চাউর হতেই দোকানে গিয়ে অন্য গ্রাহকেরা বিক্ষোভ শুরু করেন। রেশন বণ্টন সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান বিডিও, ওসি ও ব্লক খাদ্য পরিদর্শক। পৌঁছন মহকুমা খাদ্য নিয়ামকও। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কয়েক জনকে এপ্রিলের দ্বিতীয় পর্যায়ের রেশন দেননি ওই ডিলার। কিন্তু দেওয়া হয়েছে বলে কার্ডে লিখে দিয়েছেন। তদন্তের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিডিও (আড়শা) অমিতকুমার গায়েন বলেন, ‘‘এক প্রতিবন্ধী মহিলাকে দীর্ঘদিন রেশন দেওয়া হয়নি বলে অভিযোগ। তাঁকে প্রশাসনের তরফে চাল, ডাল, আলু, সয়াবিন দেওয়া হয়েছে।’’

Advertisement

মহকুমা খাদ্য নিয়ামক (পুরুলিয়া সদর) বিশ্বজিৎ বর্মণ বলেন, ‘‘কিছু গ্রাহক আগে কম রেশন পেয়েছেন বলে অভিযোগ করেছেন। আমার কাছে একটি লিখিত অভিযোগও এসেছে। আমরা গ্রাহকদের আলাদা আলাদা করে অভিযোগ করতে বলেছি। তদন্ত হবে।’’ বিশ্বজিৎবাবু জানিয়েছেন, চলতি মাসের রেশন বণ্টন নিয়ে কোনও অভিযোগ ওঠেনি। এ দিনের ঘটনার ব্যাপারে খোঁজ নেবেন বলে জানিয়েছেন ওয়েস্টবেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের পুরুলিয়া জেলা সম্পাদক প্রভাশিসলাল সিংহ দেও।

অন্য দিকে, বাঁকুড়ার ওন্দার দলদলিতে সোমবার এক ডিলারের বিরুদ্ধে কেরোসিনের বেশি দাম নেওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ দিন বারবার চেষ্টা করেও ওই ডিলারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, “ডিলারকে শো-কজ় করা হয়েছে।”

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement