West Bengal Lockdown

মদের দোকান খুলতেই লাইন

সোমবার বিকেল ৩টে থেকে পুরুলিয়া জেলার মদের অফশপগুলি খুলেছে বলে জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া ও বাঁকুড়া শেষ আপডেট: ০৫ মে ২০২০ ০২:১০
Share:

পুরুলিয়া শহরে। নিজস্ব চিত্র

ঝাঁপ খুলল মদের দোকানের। কাউন্টারের সামনে সাঁটানো হল পোস্টার— ‘নো মাস্ক, নো লিকার’।

Advertisement

সোমবার বিকেল ৩টে থেকে পুরুলিয়া জেলার মদের অফশপগুলি খুলেছে বলে জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে। জেলায় ১৯৫টি অফশপ রয়েছে। মালিকদের একাংশ জানিয়েছেন, দোকান খোলার নির্দেশিকা বার বার বদলে যাওয়ায় কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছিল। রবিবার প্রথমে আবগারি দফতর জানায়, সোমবার সকাল ১০টা থেকে দোকান খোলা যাবে। বন্ধ করতে হবে সন্ধ্যা ৬টার মধ্যে। রাতে আবার একটি নির্দেশিকা জারি করা হয়। তাতে বলা হয়, দোকান খোলা থাকবে বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সোমবার আবার নতুন নির্দেশিকা জারি হয়। বলা হয়, বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অফশপ খোলা রাখা যাবে।

তবে দোকান খোলার পরে এ দিন পুরুলিয়ার কোনও দোকানেই বেশি ভিড় চোখে পড়েনি। পুরুলিয়া শহরের এক দোকানদার বলেন, ‘‘নির্দিষ্ট দূরত্ব মেনে মদ বিক্রি করা হয়েছে।’’ বাঁকুড়ার মদের দোকানগুলিতে ভিড় ছিল ভালই। বিশৃঙ্খলা এড়াতে দোকানগুলির উপরে নজর রেখেছিল আবগারি দফতর। রাত পর্যন্ত কোথাও কোনও ঝামেলার খবর মেলেনি।

Advertisement

তবে বাঁকুড়ার অল লাইসেন্সি এক্সাইজ় অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দ্রনাথ আচার্যের আশঙ্কা, মদের দাম বাড়া নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। তিনি বলেন, “লকডাউনের মধ্যেই মদের দাম বাড়ানো হয়েছে। তবে আমাদের কাছে মজুত মদের বোতোলে পুরনো দামই লেখা। এ নিয়ে ভুলবোঝাবুঝি হওয়ার আশঙ্কা করছি।” জেলা আবগারি দফতরের সুপারিন্টেন্ডেন্ট সৌম্য সেনগুপ্ত বলেন, “মদের দোকানগুলির পরিস্থিতিগুলির উপরে আমাদের নজর রয়েছে। ব্যবসায়ীদের সমস্যাটি খতিয়ে দেখছি।”

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement