Viswabharati

Viswa Bharati: শনি থেকে খুলে যাচ্ছে বিশ্বভারতী, তবে ক্লাস চলবে অনলাইনেই, জানাল কর্তৃপক্ষ

শুক্রবার বিশ্বভারতীর ওয়েবসাইটে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, শনিবার থেকেই খুলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ২০:৩৩
Share:

—ফাইল চিত্র।

বিশ্বভারতী খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুল খোলা নিয়ে শুক্রবার কলকাতা হাই কোর্টের কাছে আরও কিছুটা সময় চেয়েছে রাজ্য সরকার। এর পরই এই সিদ্ধান্ত নিয়ে বিশ্বভারতীতে নোটিস জারি করা হল। তবে পঠনপাঠন অনলাইনেই চলবে বলে জানানো হয়েছে।

Advertisement

শুক্রবার বিশ্বভারতীর ওয়েবসাইটে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, শনিবার থেকেই খুলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়। এ বার থেকে স্বাভাবিক সময় পর্যন্ত খোলা থাকবে সমস্ত ভবন, বিভাগ ও দফতর। কোভিডবিধি মেনে সমস্ত কর্মী ও অধ্যাপকদের উপস্থিত থাকতে হবে নিজ নিজ দফতর ও বিভাগে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও পঠনপাঠন অনলাইনেই চলবে। বিভাগ থেকেই অনলাইনে ক্লাস নেবেন অধ্যাপকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement