সারা ভারত আন্তঃবিশ্ববিদ্যালয় উশু চ্যাম্পিয়নশিপে রুপোর পদক পেল বিশ্বভারতীর শারীরশিক্ষা বিভাগের ছাত্রছাত্রীরা। উশু কুংফু চিনের একটি মার্শাল আর্ট। অলিম্পিকে রয়েছে। যদিও সে ভাবে জনপ্রিয় নয়। ওই কুংফুতে হাত, পা দু’টিই ব্যবাহর করা হয়। ২০ ফেব্রুয়ারি থেকে রোহতাকের মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ে সর্বভারতীয় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই খেলার প্রত্যেকটা ইভেন্ট এক একধরণের আত্মরক্ষার পদ্ধতি। ‘তাই চাই কুয়ান’ ও ‘জিয়ানশু’ নামে দু’টি ইভেন্টে রুপোর পদক পেয়েছে বিশ্বভারতীর শারীরশিক্ষা বিভাগের বি পি এড প্রথম বর্ষের ছাত্র সত্যনারায়ণ সিংহ। ‘গুণশু’ ইভেন্টে রুপো জিতেছেন এম পি এড প্রথম বর্ষের ছাত্রী সঙ্গীতা মণ্ডল। আরও একটি ইভেন্টে রুপোর পদক পেয়েছে বিভাগের ছাত্র স্বার্থক সুব্বা। তাঁদের এই জয়ে খুশি বিভাগীয় প্রধান সমীরণ মণ্ডল ও বিশ্বভারতী স্পোর্টস বোর্ডের সম্পাদক সুদর্শন বিশ্বাস।