Visva-Bharati

Visva-Bharati University: ক্যাম্পাস খোলার দাবিতে আন্দোলনে পড়ুয়ারা, হামলার অভিযোগ, ফের অশান্ত বিশ্বভারতী

শুক্রবার সকালে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের সামনে ক্যাম্পাস খোলার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে বাম ছাত্র সংগঠন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৪:১০
Share:

আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা। নিজস্ব চিত্র।

ক্যাম্পাস খোলার দাবিতে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের সামনে বাম ছাত্রদের বিক্ষোভ ঘিরে অশান্তি ছড়াল। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। ছাত্রদের গায়ে হাত দেওয়ার অভিযোগ ওঠে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে।

শুক্রবার সকালে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের সামনে ক্যাম্পাস খোলার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে বাম ছাত্র সংগঠন। অভিযোগ, বলাকা গেট দিয়ে আন্দোলনকারী পড়ুয়ারা ঢুকতে গেলে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা বাধা দেন। সে সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পড়ুয়াদের। নিরাপত্তাকর্মীরা সে সময় কয়েক জন পড়ুয়াকে মারধর করেন বলে অভিযোগ।

Advertisement

পরিস্থিতি সামলাতে সেন্ট্রাল অফিসের সামনের বলাকা গেটে তালা ঝুলিয়ে দেন নিরাপত্তাকর্মীরা। এর পরেও গেট টপকে প্রবেশের চেষ্টা করেন কয়েক জন আন্দোলনকারী। এর পর ফটকের বাইরে বিক্ষোভ শুরু হয়। প্রসঙ্গত, গত জুনে ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া তিন পড়ুয়াকে সাসপেন্ড করার ঘটনার জেরে অশান্তি ছড়িয়েছিল বিশ্বভারতীতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement