Visva Bharati

সমাবর্তনের চূড়ান্ত প্রস্তুতি বিশ্বভারতীতে, ভার্চুয়াল মাধ্যমে হাজির থাকবেন মোদী

ভার্চুয়াল মাধ্যমে সমাবর্তন অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২৯
Share:

—ফাইল চিত্র।

করোনা পরিস্থিতিতে প্রায় এক বছর ধরে পড়ুয়া নেই। সেই পরিস্থিতিতেই বৃহস্পতিবার সমাবর্তন অনুষ্ঠান আয়োজন হতে চলেছে বিশ্বভারতীতে। বুধবার বিশ্বভারতীর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ কা হয়েছে, তাতে বলা হয়েছে, ১৯ ফেব্রুয়ারি সকাল ৯.৩০-১২টা পর্যন্ত আয়োজিত হবে সমাবর্তন অনুষ্ঠান।
ভার্চুয়াল মাধ্যমে সমাবর্তন অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে প্রাপ্তিস্বীকারের কোনও নথি সামনে আসেনি।
এ ছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে অনুষ্ঠানে আলাদা করে কী বিধিনিষেধ থাকবে, তা এখনও জানা যায়নি।
অন্যান্য বছর সমাবর্তনের বেশ কিছুদিন আগে থেকেই দেশিকোত্তম সহ অন্যান্য পুরস্কারের তালিকা ও সমাবর্তনের অনুষ্ঠান সূচি প্রকাশিত হয়। এ বারে তারও ব্যতিক্রম ঘটেছে। পড়ুয়াদের অনুপস্থিতিতে প্রত্যেক ভবনের অধ্যক্ষরাই মানপত্র গ্রহণ করবেন বলে জানা যাচ্ছে।
বিশ্বভারতীর প্রকাশিত বিজ্ঞপ্তিতে সমস্ত ভবনের অধ্যক্ষ অধ্যাপকদেরই আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবর্তনের সঙ্গীত ভবনের কিছু পড়ুয়ার থাকার কথা। তবে অনুষ্ঠানে ডাক পাননি বলে নেটমাধ্যমে অভিযোগ করেছেন পড়ুয়াদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement