WB Panchayat Election 2023

ভোটের মুখেও জলের সমস্যা

স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই তীব্র জলসঙ্কট রয়েছে এলাকায়। এ বছর তাপমাত্রা অনেক বেশি থাকায় সব থেকে বেশি সমস্যায় পড়তে হয়েছে স্থানীয়দের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মহম্মদবাজার শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ০৭:৪৩
Share:

—প্রতীকী চিত্র।

সামনেই পঞ্চায়েত ভোট। অথচ মেটেনি পানীয় জলের সমস্যা। প্রতিটি পঞ্চায়েত এলাকাতেই জোরকদমে শুরু হয়েছে নির্বাচনের প্রচারের কাজ। কিন্তু নির্বাচন এলেও মহম্মদবাজার ব্লকের ফুল্লাইপুর গ্রামে এখনও পানীয় জলের কোনও সুরাহা মেলেনি। ক্ষুব্ধ গ্রামবাসী।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই তীব্র জলসঙ্কট রয়েছে এলাকায়। এ বছর তাপমাত্রা অনেক বেশি থাকায় সব থেকে বেশি সমস্যায় পড়তে হয়েছে স্থানীয়দের। মাসখানেক আগেই দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যাওয়ার পথে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের গাড়ি আটকেও গ্রামবাসীরা পানীয় জলের আবেদন জানান। তিনিও দ্রুত জলের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তার পরেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদীতে স্নান করতে যেতে হচ্ছে। সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে বাড়ির মহিলাদের।

মহম্মদবাজার পঞ্চায়েতের বিদায়ী প্রধান উমা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘খুব দ্রুত ওই গ্রামে পানীয় জলের সমস্যা মিটে যাবে। বড় রিজার্ভ ট্যাঙ্কের কাজ হচ্ছে। সেই কাজ শেষ হলেই বাড়িতে বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়া হবে। ভোট ঘোষণা হয়েছে বলে কাজ বন্ধ রয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement