গ্রামবাসীদের বিক্ষোভের মুখে স্বাস্থ্যকর্মীরা। —নিজস্ব চিত্র।
বেহাল রাস্তা সারানোর দাবিতে পোলিয়ো টিকাকরণ কর্মসূচি বয়কট করে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখালেন বীরভূমের কামরসুণ্ডা গ্রামের বাসিন্দারা। রবিবার তাঁদের গ্রামে টিকাকরণের জন্য স্বাস্থ্যকর্মীরা এলে তাঁদেরও আটকে রাখেন তাঁরা। এমনকি, ঘটনাস্থলে উপস্থিত বিডিওকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন। গ্রামবাসীদের দাবি, সরকারি আশ্বাস না পাওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলবে। গ্রামবাসীদের বিক্ষোভ যে যথার্থ, তা মানছেন বিডিও।
রবিবার নলহাটি ব্লক-২ এলাকায় কামরসুণ্ডা গ্রামের পোলিওর টিকা দিয়ে যান ৫ জন স্বাস্থ্যকর্মী। তাঁদের কাছ থেকে সন্তানদের জন্য টিকা নিতে অস্বীকার করেন গ্রামের মহিলারা। উল্টে স্বাস্থ্যকর্মীদের ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। গ্রামের বাসিন্দা মুরসিদ শেখ বলেন, ‘‘কামরসুণ্ডার থেকে লোহারপুর পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। গ্রাম ঢোকার প্রধান রাস্তার এই দশা প্রশাসনের নজরে পড়ছে না। এমনকি, জাতীয় সড়কেও একাধিক গর্ত রয়েছে।’’
গ্রামবাসীদের দাবিকে সমর্থন করেছেন বিডিও হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘‘গ্রামের বাসিন্দাদের দাবি যথার্থ। তবে শীঘ্রই রাস্তা সারানো হবে।’’ বিডিও জানিয়েছেন, কামরসুণ্ডা থেকে লোহারপুর রাস্তাটি রেল কর্তৃপক্ষের। তাঁর আশ্বাস, ‘‘রাস্তাটি মোটামুটি যানবাহন চলাচলের জন্য উপযোগী করে তোলা হবে।’’