Police Personnel Injured

গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় এক অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশ তাঁর বাড়ির সামনে যেতেই ২৫-৩০ জন গ্রামবাসী লাঠি, ইট, পাথর নিয়ে ঘিরে ফেলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ০৭:০২
Share:

—প্রতীকী চিত্র।

আদালতের নির্দেশে গ্রেফতারি পরোয়ানা থাকা এক ব্যক্তিকে ধরতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা। আহত তিন পুলিশ কর্মীকে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্‌সল থানার ছোট চাঁচড়া গ্রামে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় এক অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশ তাঁর বাড়ির সামনে যেতেই ২৫-৩০ জন গ্রামবাসী লাঠি, ইট, পাথর নিয়ে ঘিরে ফেলে। পুলিশ কর্মীরা তাঁদের বোঝানোর চেষ্টা করলেও লাভ হয়নি। উল্টে পুলিশকে লক্ষ করে কটূক্তি করতে শুরু করেন তাঁরা। তার মধ্যেই ওই পুলিশ কর্মীদের লক্ষ করে পাথর, ইট ছোড়া হয় বলে দাবি করেছে পুলিশ। পরে পুলিশ বাহিনী গ্রামে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

পুলিশকে আক্রমণ করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতেরা হলেন সুরেশ বাউরি ও দয়াল বাউরি। মঙ্গলবার তাঁদের পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ১০ জনের নামে মামলা রুজু করেছে পুলিশ। যদিও গ্রেফতারি পরোয়ানা থাকা অভিযুক্তকে খুঁজে পায়নি পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement