Bombing

দুই প্রতিবেশীর বিবাদে তপ্ত বীরভূমের গ্রাম, বোমায় জখম দুই পক্ষের অন্তত পাঁচ জন

কোট গ্রামের বাসিন্দা মিরাজ শেখ এবং তাঁর প্রতিবেশী ইব্রাহিম শেখের মধ্যে জলের পাইপ বসানো নিয়ে দ্বন্দ্বের আবহ তৈরি হয়েছিল গত কয়েক দিন ধরে। মঙ্গলবার এ নিয়ে সংঘর্ষ বাধে দু’পক্ষের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মল্লারপুর শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ ১২:৫১
Share:

কোট গ্রামে সংঘর্ষের পর পুলিশ। — নিজস্ব চিত্র।

জলের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ। আর তা নিয়ে দুই পক্ষের মধ্যে বোমাবাজির অভিযোগ উঠল বীরভূমের মল্লারপুরের কোট গ্রামে। বোমার আঘাতে জখম হয়েছেন উভয় পক্ষের পাঁচ জন। আহতদের ভর্তি করানো হয়েছে স্থানীয় হাসপাতালে। ওই কাণ্ডে কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোট গ্রামের বাসিন্দা মিরাজ শেখ এবং তাঁর প্রতিবেশী ইব্রাহিম শেখের মধ্যে জলের পাইপ বসানো নিয়ে দ্বন্দ্বের আবহ তৈরি হয়েছিল গত কয়েক দিন ধরে। মঙ্গলবার এ নিয়ে সংঘর্ষ বাধে দু’পক্ষের। সেই সময় বোমাবাজিও হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মিরাজের জায়গার উপর দিয়ে তাঁর প্রতিবেশী ইব্রাহিমের বাড়িতে জলের পাইপলাইন বসানো হচ্ছিল। তা ইব্রাহিমকে সরিয়ে নিতে বলেন মিরাজ। ইব্রাহিমের অভিযোগ, মঙ্গলবার সকালে মিরাজ এলাকার বিজেপি নেতা সানোয়ার শেখ এবং তাঁর দলবল নিয়ে তাঁদের উপর চড়াও হন এবং বোমাবাজি করেন। যদিও ইব্রাহিমের অভিযোগ অস্বীকার করেছে মিরাজ। তিনিও তাঁদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছেন।বীরভূমের মল্লারপুর থানার কোট গ্রামে বোমাবাজির ঘটনায় মিরাজকে গ্রেফতার করল মল্লারপুর থানার পুলিশ।

মিরাজের মেয়ে শাহিনা খাতুনের দাবি, ‘‘ইব্রাহিমের লোকজন প্রথম বোমা মেরেছে। আমাদের লোকজন যে বোমা মেরেছে বলা হচ্ছে, তা ঠিক নয়।’’ আবার মমতাজ বিবি নামে স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, ‘‘গত কাল মিরাজ এবং ইব্রাহিমের মধ্যে জায়গা নিয়ে অশান্তি হয়েছিল। আজ মিরাজ এবং তার দলবল মিলে ইব্রাহিমকে মারধর করেছে।’’ পুলিশ কোট গ্রাম জুড়ে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি, মিরাজ, ইব্রাহিম এবং শাহে আলম শেখ নামে তিন জনকে গ্রেফতার করেছে। সংঘর্ষের ঘটনার পর থেকে থমথমে কোট গ্রাম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement