Goods Train Derailed in Bankura

বাঁকুড়ার পিয়ারডোবা স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ির দু’টি কামরা, ব্যাহত ট্রেন পরিষেবা

ওই ঘটনার পরেই ওই স্টেশনের কাছে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে খড়্গপুর-আদ্রা লাইনে ব্যাহত হয় ট্রেন পরিষেবা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৯:৩৫
Share:

বাঁকুড়ার পিয়ারডোবায় লাইনচ্যুত হয়েছে মালগাড়ির দু’টি কামরা। — নিজস্ব চিত্র।

বাঁকুড়ার পিয়ারডোবা স্টেশনের কাছে লাইনচ্যুত হল মালগাড়ির দু’টি কামরা। তার পরেই ওই স্টেশনের কাছে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে খড়্গপুর-আদ্রা লাইনে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকেরা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে বিষ্ণুপুর থেকে গড়বেতার দিকে যাচ্ছিল পাথর বোঝাই একটি মালগাড়ি। লাইনের ধারে পাথর ফেলতে ফেলতে ধীর গতিতে আপ লাইন ধরে এগোচ্ছিল সেটি। মালগাড়িটি পিয়ারডোবা স্টেশন পেরোতেই বিকট শব্দ শুনতে পান স্থানীয়েরা। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, মালগাড়ির দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। মনে করা হচ্ছে, মালগাড়িটি অত্যন্ত ধীর গতিতে চলার কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। কী ভাবে লাইনচ্যুত হল মালগাড়ির দু’টি কামরা, তা খতিয়ে দেখছেন তাঁরা। লাইনচ্যুত কামরাগুলিকে সরিয়ে দ্রুত খড়্গপুর-আদ্রা শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করছেন কর্মীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement