Birbhum

সারনা ধর্ম কোড লাগুর দাবিতে বীরভূমেও রাজ্য সড়ক অবরোধ

বীরভূমে জয়দেব মোড়ে অবরোধের জেরে কয়েক কিলোমিটার জুড়ে রাস্তায় মাল এবং যাত্রী বোঝাই গাড়ি দাঁড়িয়ে পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ১৯:১২
Share:

দুবরাজপুরে আদিবাসীদের পথ অরবোধ। নিজস্ব চিত্র।

সারনা ধর্ম কোড লাগু-সহ ৫ দফা দাবিতে বীরভূমে পথ অবরোধ করলেন আদিবাসীরা। বীরভূমের জয়দেব মোড়ে পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়ক প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ থাকে। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে।

Advertisement

সারনা ধর্ম কোড লাগুর দাবিতে গোটা দেশ জুড়ে আন্দোলনে নেমেছেন ‘আদিবাসী সেঙ্গল অভিযান’। এ রাজ্যে উত্তর দিনাজপুর, মালদহ, পূর্ব বর্ধমান-সহ বিভিন্ন জেলায় জায়গায় জায়গায় পথ রেল অবরোধ হয় সকাল থেকে। বীরভূমে জয়দেব মোড়ে অবরোধের জেরে কয়েক কিলোমিটার জুড়ে রাস্তায় মাল এবং যাত্রী বোঝাই গাড়ি দাঁড়িয়ে পড়ে।

দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের অনুরোধ করে অবরোধ তুলে নিতে। প্রশাসনের সঙ্গে কথা বলার পর আবরোধ তুলে নেন আন্দোলনাকীরা। আদিবাসী নেতা মালাকা টুডু বলেন, “আমরা মৌলিক অধিকারের দাবিতে রাস্তায় নেমেছি। আগামী দিনে আমাদের দাবি মানা না হলে আরও বড় আন্দোলনের দিকে যাব আমরা।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement