পরিত্যক্ত ঘরের দেওয়াল ধসে মৃত্যু আদিবাসী যুবকের। — নিজস্ব চিত্র।
চিকিৎসা করাতে এসে সরকারি হাসপাতালের পরিত্যক্ত ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক আদিবাসী যুবকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার তাঁলোয়া গ্রামে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
রবিবার সকালে মল্লারপুর থানার কাটিগ্রামের বাসিন্দা সোম কিস্কু তাঁলোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে গিয়েছিলেন। সেই সময় স্বাস্থ্যকেন্দ্র চত্বরের একটি পরিত্যক্ত ভবনের দেওয়াল তাঁর উপরে ধসে পড়ে। দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের ওই আবাসিক ভবনটি বিপজ্জনক অবস্থায় ছিল। গ্রাম পঞ্চায়েত-সহ প্রশাসনের বিভিন্ন দফতরে জানালেও পরিত্যক্ত ভবনটি ভেঙে ফেলা হয়নি বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের মর্গে পাঠিয়েছে।