— প্রতীকী চিত্র।
নকল ভোটার কার্ড তৈরির চক্র খুঁজতে শিলিগুড়িতে দিল্লি পুলিশের একটি দল। সোমবার ভক্তিনগর এলাকা থেকে জয়ন্ত বর্মণ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সম্প্রতি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক যুবককে গ্রেফতার করেছিল সিআইএসএফ। জানা যায়, ধৃত বাংলাদেশের বাসিন্দা। নাম খোকন বড়ুয়া। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছিল এ দেশের একটি ভোটার কার্ড। তবে ভোটার কার্ড দেখেই সন্দেহ হয় নিরাপত্তাকর্মীদের। পরীক্ষানিরীক্ষা করার পর বেরিয়ে আসে ‘আসল তথ্য’। দেখা যায়, কার্ডটি ভুয়ো। ওই ঘটনার তদন্তে শুরু করেছে দিল্লি পুলিশ। সেই সূত্র ধরে শিলিগুড়িতে আসে দিল্লি পুলিশের একটি দল। কারণ, তদন্তে উঠে এসেছে, ধৃত বাংলাদেশি নকল ভোটার কার্ডটি তৈরি করিয়েছিলেন শিলিগুড়ি থেকেই।
ভক্তিনগর থানার পুলিশের একটি সূত্রেও জানা গিয়েছে, জয়ন্ত নামে যুবকের গ্রেফতারিতে দিল্লি পুলিশের দলটিকে সহায়তা করেছে তারা। বিভিন্ন জায়গায় খোঁজখবরের পর ইস্কন মন্দির রোড থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। সোমবারই ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। পাঁচ দিনের জন্য ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন করেছে পুলিশ।