ঘূর্ণিপাক: অবতরণের মহড়া হেলিকপ্টারের। তা দেখতে ভিড় কুমিরডাঙা মাঠে। বুধবার। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী
বিশ্বভারতীতে নতুন সাজে সাজানো ‘শ্যামলী’ বাড়িটির উদ্বোধনে আসছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তাঁর সফর ঘিরে কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
বিশ্বভারতী সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ শান্তিনিকেতনে বিশ্বভারতীর কুমিরডাঙা মাঠের অস্থায়ী হেলিপ্যাডে পৌঁছবে উপরাষ্ট্রপতির হেলিকপ্টার। সে জন্য এ দিন একটি হেলিকপ্টার সেখানে অবতরণের মহড়া দেয়। এ দিন কুমিরডাঙা মাঠ পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) তন্ময় সরকার, এসডিপিও অভিষেক রায়, বোলপুরের মহকুমাশাসক অভ্র অধিকারী-সহ একাধিক প্রশাসনিক কর্তারা।
পুলিশ-প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই মাঠে তিনটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। হেলিপ্যাডে লাগানো হয়েছে ৮টি সিসিটিভি ক্যামেরা। কুমিরডাঙা মাঠের হেলিপ্যাড থেকে উপরাষ্ট্রপতি যাবেন উত্তরায়ণের শ্যামলী বাড়িতে। তার পরে তিনি বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উপরাষ্ট্রপতির সফরের জন্য সাতশোরও বেশি পুলিশ মোতায়েন করা হবে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন শ’দেড়েক পুলিশ আধিকারিক। থাকবেন উচ্চপদস্থ পুলিশকর্তারা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কুমিরডাঙা মাঠ থেকে উপরাষ্ট্রপতি যে রাস্তা দিয়ে শ্যামলী বাড়ি ও লিপিকা প্রেক্ষাগৃহে যাবেন, সেই রাস্তাগুলি ওই সময় ‘নো এন্ট্রি’ করা হবে। উপরাষ্ট্রপতির সফরের বিষয়ে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, ‘‘অনুষ্ঠানগুলি সুন্দর ভাবে সম্পন্ন করাই আমাদের মূল লক্ষ্য।’’