Tarapith Temple

রথে ঘোরানো হবে না বিগ্রহকে, রথযাত্রায় তারাপীঠে পুজো হবে রীতি মেনেই

প্রত্যেক বছর বীরভূম জেলার তারাপীঠ মন্দিরে রথের দিন ভিড় জমান লক্ষাধিক মানুষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ১৭:৫৫
Share:

তারাপীঠের মন্দিররে বিগ্রহকে প্রণাম ভক্তদের। নিজস্ব চিত্র।

করোনাভাইরাস অতিমারি পরিস্থিতি তে এ বছর বন্ধ থাকবে তারাপীঠের রথযাত্রা। শুধু রীতি মেনে করা হবে পুজো।

Advertisement

প্রত্যেক বছর বীরভূম জেলার তারাপীঠ মন্দিরে রথযাত্রার দিন ভিড় জমান লক্ষাধিক মানুষ। কারণ রথের দিন বিগ্রহকে রথে চাপিয়ে সারা তারাপীঠ ঘোরানো হয়। কিন্ত এ বছর করোনা অতিমারির কারণে এই রথযাত্রা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তারাপীঠ মন্দির কমিটি।

কমিটির তরফে জানানো হয়েছে, তারাপীঠের রথযাত্রা এ বার বন্ধ রাখা হবে। বিগ্রহকে রথে চাপিয়ে ঘোড়ানো হবে না। শুধুমাত্র রীতি মেনে হবে রথের পুজো। উল্লেখ্য, গত বছরও করোনা আবহে বন্ধ ছিল রথের দিন মায়ের তারাপীঠ প্রদক্ষিণ। পরিস্থিতি বিচার করে এ বছরও মন্দির কমিটি একই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement