তৃণমূলে যোগ দিলেন বিজেপির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আনন্দ কর্মকার। মঙ্গলবার তাঁর সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপির পুরুলিয়া শহর কমিটির সভাপতি শিবশঙ্কর লায়েক-সহ আরও দু’জন নেতা। এ দিন জেলা কাযার্লয়ে বিজেপি ছেড়ে আসা নেতা কর্মীদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতো। সম্প্রতি বিজেপির জেলা সভাপতির পদ থেকে বিকাশ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তাঁর জায়গায় নিয়ে আসা হয় বিকাশ মাহাতকে। বিজেপি সূত্রের খবর নতুন জেলা সভাপতির সঙ্গে আনন্দবাবু-সহ দলের বেশ কয়েক জন নেতার দূরত্ব গড়ে উঠেছিল। দলের জেলা অফিসের সামনে নতুন জেলা সভাপতির কুশপুতুল পোড়ানো হয়। তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ে জেলা অফিসের দেওয়ালে। বিরোধ এবং বিক্ষোভ সামাল দিতে পুরুলিয়ায় আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু তাতেও যে দলের ভিতরের কোন্দল সামাল দেওয়া যায়নি এই দল বদলই তার নজির বলে মনে করছেন নিচু তলার কর্মীরা। এ দিন আনন্দবাবু বলেন, ‘‘বিজেপিতে গণতান্ত্রিক বাতাবরণ নেই। তা ছাড়া আমরা বুঝেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বাংলার উন্নয়ন সম্ভব। তাই তৃণমূলে যোগ দিলাম।’’