ডেউচা পাচামিতে মিছিল তৃণমূলের। —নিজস্ব চিত্র।
ডেউচা পাচামি কয়লাখনি প্রকল্প নিয়ে প্রচারে এ বার ময়দানে নামল তৃণমূল। শনিবার ওই এলাকার বিভিন্ন গ্রামে বাইকমিছিল করে জোড়াফুল শিবির। যদিও ওই কর্মসূচি নিয়ে আপত্তি জানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের মত, এ ভাবে বাইকমিছিল করলে জনগণের মধ্যে ভয় তৈরি হবে।
পাখির চোখ এ রাজ্যে আরও শিল্পায়ন। সেই লক্ষ্যেই শনিবার ডেউচা পাচামিতে প্রস্তাবিত কয়লাখনি এলাকায় মিছিল করে তৃণমূল। মিছিল শুরু হয় বীরভূমের ডেউচা বাসস্ট্যান্ড থেকে। তা হরিণশিঙা-সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। তৃণমূলের দাবি, অন্তত ৫০০ বাইক এই মিছিলে অংশগ্রহণ করেছে। তৃণমূল নেতাদের দাবি, রাজ্য সরকার প্রস্তাবিত এই কয়লা খনি এলাকায় যে প্যাকেজ ঘোষণা করেছে তা নিয়ে প্রচারের উদ্দেশ্যেই এই মিছিল।
যদিও, তৃণমূলের এই কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বাইকমিছিল করে এলাকায় ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকার বিজেপি নেতা দীনবন্ধু কর্মকার। স্থানীয় বাসিন্দাদের দাবিকে মান্যতা দেওয়ার দাবিও তুলেছেন তিনি।