আপ্ত সহায়ক সজল মুখোপাধ্যায়ের গ্রেফতার নিয়ে মুখ খুললেন সোহম। —ফাইল চিত্র।
আপ্ত সহায়কের গ্রেফতার নিয়ে মুখ খুললেন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। ওই কাণ্ড নিয়ে চণ্ডীপুরের বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়েছেন সোহম। ঘটনাচক্রে সোহমের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে তাঁর আপ্ত সহায়ক সজল মুখোপাধ্যায়কে।
বুধবার বীরভূমের লাভপুরে সতীপীঠ ফুল্লরাতলায় মেলায় যান সোহম। সেখানে সজলকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়ে তাঁর জবাব, ‘‘ওঁর সম্পর্কে একের পর এক অভিযোগ আসছিল। আমি চণ্ডীপুরের বাসিন্দাদের কাছে ক্ষমাপ্রার্থী। তাকে আমি নিয়োগ করেছিলাম আমার অনুপস্থিতিতে সে কাজ করবে বলে। কিন্তু আমারই পিছনে সে আমাকে লুঠ করছিল। এমনকি মানুষের সঙ্গে প্রতারণাও করছিল। এটা আমি মেনে নিতে পারিনি। তাই আমার মনে হয়েছে প্রশাসনের হাতে তাকে তুলে দেওয়া উচিত। তাই করেছি।’’
সম্প্রতি গরুপাচার-কাণ্ডে তৃণমূল সাংসদ দেবকে তলব করেছিল সিবিআই। সেই ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হন তিনি। তা নিয়ে সোহমের মন্তব্য, ‘‘কেন্দ্রের শাসকদলের কাছে ইডি-সিবিআই অস্ত্র। তাঁরা কোনওরকম ভাবে মানুষের মন জয় করতে পারেননি। সুতরাং তাঁরা অস্ত্র নিক্ষেপ করে যাচ্ছেন মানুষের প্রতি এবং আমাদের সাংস্কৃতিক জগতের সঙ্গে যাঁরা জড়িয়ে তাঁদের প্রতি। যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করা যায়। তাঁরা এটা ভুলে গিয়েছেন যে ইডি-সিবিআই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করা যায় না। তার প্রমাণ তাঁরা এই পুরসভা ভোটে পেয়েছেন। ২০২১-এর বিধানসভা ভোটেও পেয়েছেন। মানুষ আমাদের সঙ্গে আছে।’’