TMC

তৃণমূল কর্মী খুনে গ্রেফতার দলেরই নেতা

তাঁর স্বামীকে খুনের পিছনে শাসক দলের তৎকালীন পাঁচড়া অঞ্চল সভাপতি, বর্তমানে ব্লক কোর কমিটির সদস্য কিশোর মণ্ডল-সহ আরও ছ’জনের হাত রয়েছে বলে লিখিত অভিযোগে জানিয়েছিলেন নিহতের স্ত্রী বুলু বাউড়ি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২০ ০৩:৩৯
Share:

প্রতীকী ছবি।

মাস চারেক আগে খয়রাশোলের এক তৃণমূল কর্মী খুনের অভিযোগে গ্রেফতার হলেন দলেরই নেতা। সোমবার খয়রাশোল থেকেই কিশোর মণ্ডল নামে ব্লক কোর কমিটির সদস্য, ওই নেতাকে ধরে পুলিশ। মঙ্গলবার ধৃতকে দুবরাজপুর আদালতে তুলে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ। বিচারক ধৃতের ৪ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন এপিপি রাজেন্দ্রপ্রসাদ দে।

Advertisement

গত ৩ জুলাই রাতে ঘটনাটি ঘটেছে খয়রাশোল থানা এলাকার রানিপাথর গ্রামে। নিহত হয়েছিলেন শিশির বাউড়ি (৪৪) নামে এক তৃণমূল কর্মী। তাঁর বাড়ি আমাজোলা গ্রামে। ওই দিন রাতে পিকনিকে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে রাতে ফেরেননি শিশির। পরদিন ভোরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে রানিপাথরে।

দলীয় ওই কর্মীর খুনে বিরোধীদের হাত রয়েছে বলে দাবি করেছিল তৃণমূলের নেতারা। কিন্তু পুলিশের কাছে নিহতের পরিবারের লিখিত অভিযোগেও ছিল তৃণমূলেরই বিরুদ্ধে। তাঁর স্বামীকে খুনের পিছনে শাসক দলের তৎকালীন পাঁচড়া অঞ্চল সভাপতি, বর্তমানে ব্লক কোর কমিটির সদস্য কিশোর মণ্ডল-সহ আরও ছ’জনের হাত রয়েছে বলে লিখিত অভিযোগে জানিয়েছিলেন নিহতের স্ত্রী বুলু বাউড়ি।

Advertisement

ওই ঘটনায় আগেই চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ধরা পড়লেন দলের নেতা কিশোর। যদিও আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন কিশোর। তাঁর দাবি, সব বিজেপির চক্রান্ত। তৃণমূলের খয়োরাশোলর পর্যবেক্ষেক বিকাশ রায়চৌধুরীও একই দাবি করছেন। তবে তিনি পুলিশি তদন্তের ব্যাপারে আশাবাদী। তৃণমূলের দাবি উড়িয়ে গিয়েছে বিজেপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement