সভায় বক্তব্য পেশ করছেন ছত্রধর মাহাত। —নিজস্ব চিত্র
কয়েক বছর আগে পুরুলিয়ার বাঘমুণ্ডিতে তৃণমূলের প্রথম শহীদ প্রধান সিংহ মুড়ার মূর্তি উন্মোচন করেছিলেন শুভেন্দু অধিকারী। প্রধানের মৃত্যুদিবসে সেই মূর্তিতেই মালা দিয়ে নন্দীগ্রামের বিধায়কের নাম না করে কড়া ভাষায় আক্রমণ করলেন ছত্রধর মাহাত। তৃণমূলের রাজ্য সম্পাদকের কথায়, ‘‘তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা। সেখানে কোনও দাদার স্থান নেই।’’ প্রধান সিংহ মুড়ার মূর্তিতে মালা দিয়েছেন শুভেন্দুর অনুগামীরাও।
তৃণমূলের প্রথম শহীদ প্রধান সিং মুড়ার মৃত্যুবার্ষিকীতে বাঘমুণ্ডির বাড়েরিয়াতে বুধবার একটি সভার আয়োজন করা হয়। সেই সভা থেকেই শুভেন্দুকে আক্রমণের পাশাপাশি বিজেপিকেও নিশানা করেন একদা পুলিশি সন্ত্রাসবিরোধী জনসাধারণের কমিটির নেতা ছত্রধর। তিনি বলেন, ‘‘আপনাদের সংগ্রামের জন্যই আজ শান্ত জঙ্গলমহল। আমাকে তৃণমূল নেত্রী সম্মান দেওয়ার অর্থ জঙ্গলমহলের প্রতিটি মানুষকে সন্মান দিয়েছেন। এখানে পদ্ম ফুলের কোনও স্থান নেই। গত লোকসভা ভোটে ভুল বুঝিয়ে এই জঙ্গলমহল থেকে ভোট লুঠ করেছিল বিজেপি।’’
বাম-বিজেপি-কে এক সারিতে বসিয়ে ছত্রধরের আক্রমণ, ‘‘বামফ্রন্টের হার্মাদরাই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছে। বিজেপি এলে আপনাদের জাহের থান থাকবে না। সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করবে।‘’
অন্য দিকে শুভেন্দু অনুগামীর ওই মূর্তি-সহ প্রধান সিংহ মুড়ার গ্রাম তনতনে তাঁর মূর্তিতে মালা দেন। ওই সভায় ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু, জেলা মুখপাত্র নবেন্দু মাহালির মতো নেতারা।