শনিবার ইলামবাজারের ফুটবল ময়দানে। নিজস্ব চিত্র।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এবার তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানালেন অনুব্রত মণ্ডল। তৃণমূলের বীরভূম জেলা সভাপতির মন্তব্য নিয়ে অবশ্য ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির নেতা-কর্মীরা। শনিবার ইলামবাজারের ফুটবল ময়দানে মঙ্গলডিহি, বাতিকার, ধরমপুর ও ঘুড়িষা অঞ্চলের তৃণমূল কর্মীদের নিয়ে একটি
বুধ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল।সম্মেলনে কোন বুথে কী সমস্যা রয়েছে, কোন বুথে কত ভোটে তৃণমূল পিছিয়ে ও এগিয়ে রয়েছে তার সমস্ত এ দিন বিস্তারিতভাবে বুধ কর্মীদের সঙ্গে আলোচনা করেন জেলা সভাপতি।
সেখানেই উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘‘শুনেছি আমার নাম না করে দিলীপ ঘোষ আমাকে বিজেপিতে যোগ দিতে বলেছেন, আমি ওঁর নাম করে বলছি, তৃণমূলে যোগ দিয়ে আমার বুথ কর্মীর সঙ্গে মেশো, আমার বুথের কর্মীর পাশে থাকো। আমার বুথ কমিটির কর্মীরা ওঁকে দলে নিয়ে নেবে।’’ তাঁর সংযোজন, ‘‘যদিও ভয়ঙ্কর ভাইরাস তবে স্যানিটাইজ করিয়ে নেব। ডোবার জলে স্নান করিয়ে নেব।’’
এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, ‘‘একজন রাজ্য সভাপতিকে উনি তাচ্ছিল্য করে বুথ কমিটিতে যোগ দিতে বলছেন এটা ওঁকে অসম্মান করা ও ছোট করা ছাড়া আর কিছুই নয়। এর জবাব আগামী একুশের নির্বাচনে জনগণ দেবে।’’ বুথভিত্তিক কর্মী সম্মেলন শেষ হতেই এ দিন ইলামবাজারের ফুটবল ময়দানে ঘুড়িষা অঞ্চলের একটি গ্রামে কল বসানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠী প্রকাশ্যে বচসায় জড়িয়ে পড়ে। তৃণমূলের নেতা-কর্মীদের অনেকেই সেখানে যান ও পরিস্থিতি সামাল দেন।