Anubrata Mandal

BJP-TMC: অনুব্রত মণ্ডলের ভাইপো বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে

বিধানসভা ভোটের আগে সুমিত বিজেপি-তে যোগ দিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ২৩:৩৪
Share:

সুমিত মণ্ডল। নিজস্ব চিত্র

বোলপুরে বিজেপি-তে ভাঙন। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অনুব্রত মণ্ডলের ভাইপো। শনিবার বোলপুরে তৃণমূল কার্যালয়ে বিধায়ক চন্দ্রনাথ সিংহের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সুমিত মণ্ডল (বুলেট)। বিধানসভা ভোটের আগে সুমিত বিজেপি-তে যোগ দিয়েছিলেন। তখন এই যোগদান কর্মসূচি নিয়ে বিতর্ক তৈরি হলে অনুব্রত বলেন, তাঁর কোনও ভাইপো নেই। সেই সুমিতই এ বার তৃণমূলে এলেন।

Advertisement

তৃণমূলে যোগ দিয়ে সুমিত বললেন, ‘‘ঘরে পাঁচটা বাসন থাকলে ঠোকঠুকি লাগবেই। আজ সেই ক্ষত পূরণের একটা চেষ্টা করলাম। তৃণমূল সরকারের শুদ্ধিকরণ হচ্ছে। এর পাশাপাশি যে ভাবে দলের পুরনো কর্মীদের সম্মান দিয়ে তৃণমূল ফিরিয়ে নিচ্ছে, সেই পথের সাথী হতে আমার ফেরা। আমি চাই অনুব্রত মণ্ডলের উন্নয়নের পথে থাকতে।’’

বোলপুর কেন্দ্রের তৃণমূলের বিধায়ক চন্দ্রনাথ সিংহ বলেছেন, ‘‘সুমিত মণ্ডল তৃণমূলে যোগদান করলেন। ভুল বুঝে বিজেপি-তে গিয়েছিলেন। বিজেপি দলটা তো মানুষকে ভুল বুঝিয়ে তাঁকে নষ্ট করে দেয়। আজ সুমিত ভুল বুঝতে পেরে তৃণমূলে যোগ দিলেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement