গ্রামে চলছে বোমাবাজি। — নিজস্ব চিত্র।
ভোট মিটতেই শুরু শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে উত্তপ্ত বীরভূমের পাড়ুইয়ের সাত্তোর অঞ্চলের বিষ্ণুখণ্ডা গ্রাম। এলাকায় ব্যাপক বোমাবাজি। ঘটনায় উভয় পক্ষের ১২জন জখম হয়েছেন। আহতদের বোলপুরের সিয়ান মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পাড়ুই থানার পুলিশ।
বীরভূমের পাড়ুই থানার বিষ্ণুখণ্ডা গ্রামের তৃণমূলের দু’টি গোষ্ঠী। এক গোষ্ঠীর নেতা সুজন শেখ এবং অপর গোষ্ঠীর নেতা বশির শেখ। গ্রামে নিয়ন্ত্রণ কার দখলে থাকবে, তা নিয়ে মঙ্গলবার সকাল থেকে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি চলে। একটা সময় পরিস্থিতি এমন হয় যে, বৃষ্টির মতো পড়তে থাকে বোমা। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। বোমাবাজির ঘটনায় জখম হয়েছেন দু’পক্ষের ১২ জন। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। অনেকেরই বোমার ঘায়ে শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়েছে।
তৃণমূলের এক গোষ্ঠীর নেতা সুজন শেখের দাবি, তিনি আদি তৃণমূল। আর বশির এসেছেন সিপিএম থেকে। তিনিই এলাকায় বোমাবাজি করে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। বোমাবাজিতে দু’হাত ভেঙেছে সুজনের। পাল্টা বশিরের দাবি, সুজনই গ্রামে অশান্তি করার চেষ্টা করছেন। সব মিলিয়ে, আবারও অশান্ত বীরভূমের পাড়ুই থানার বিষ্ণুখণ্ডা গ্রাম।