—ফাইল চিত্র।
বিজেপির রাজ্য সভাপতির ‘সিউড়ি চলো’-র প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল নানুরে। নানুরের বঙ্গছত্র গ্রামে তৃণমূলের কর্মীরা বোমা-বন্দুক নিয়ে তাড়া করে বলে অভিযোগ। শনিবার বিকেলের ঘটনা। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিলীপ ঘোষের সভা উপলক্ষে ওই গ্রামে পোস্টার টাঙাচ্ছিলেন বিজেপি কর্মীরা। তৃণমূল কর্মীরা বাধা দেন বলে অভিযোগ। দু’পক্ষের বচসার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির নানুর (সি) মণ্ডল কমিটির সভাপতি
খোকন মোদকের অভিযোগ, ‘‘তৃণমূলের কর্মীরা বোমা-বন্দুক নিয়ে তাড়া করে। এক রাউন্ড গুলি আর দুটো বোমা ছোড়ে। কোনও রকমে প্রাণ নিয়ে পালিয়ে বেঁচেছি। সেই থেকে গ্রামছাড়া রয়েছি। কোথাও অভিযোগও জানাতে পারিনি।’’
অভিযোগ অস্বীকার করে স্থানীয় দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের জেলা কমিটির সদস্য আব্দুল কেরিম খানের দাবি, ‘‘ওই ধরণের ঘটনাই ঘটেনি। রাজনৈতিক উদ্দেশেই বিজেপি মিথ্যা অভিযোগ করছে।’’ পুলিশ জানায়, কোনও অভিযোগ দায়ের হয়নি।