ঝালদা-কাণ্ডে সিবিআই তদন্ত। —ফাইল চিত্র।
পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের তদন্তভার সিবিআই হাতে নেওয়ার পর থেকে প্রায় তিন সপ্তাহ গড়িয়েছে। তপন খুনের ঘটনায় কয়েক জনকে গ্রেফতারও করেছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের পিছনে আর কেউ আছে কি না তা নিয়ে নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা।
তপন খুন হয়েছিলেন গত ১৩ মার্চ। এর পর গত ৪ এপ্রিল ওই হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে দেয় কলকাতা হাই কোর্ট। তার পর থেকে এই শনিবার— ১৯ দিনে পা দিয়েছে সিবিআই তদন্ত। এর মধ্যে নানা দিকে মোড় নিয়েছে ওই ঘটনা। এক নজরে তা দেখে নেওয়া যাক।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।