purulia

পাঁচ দিনের মধ্যে তিন নাবালিকা ‘নিখোঁজ’, চাঞ্চল্য পুরুলিয়ায়

জেলা পুলিশ সূত্রে খবর, নাবালিকা নিখোঁজের ঘটনা ঘটেছে ঝালদা, কেন্দা ও পাড়া থানা এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ২৩:১৬
Share:

নাবালিকা নিখোঁজের ঘটনায় ওই সব এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতীকী ছবি।

৫ দিনে ৩ নাবালিকা নিখোঁজ পুরুলিয়ায়। বুধবার জেলার ৩ থানায় ৩টি পৃথক নিখোঁজ ডায়েরি দায়ের হয়েছে। ঘটনাচক্রে, তিন ক্ষেত্রেই নাবালিকাকে ‘ফুঁসলিয়ে’ অপহরণ করে পালানোর অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই ৩ ঘটনাতেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। এ প্রসঙ্গে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘তদন্ত চলছে। খুব তাড়াতাড়ি নিখোঁজ নাবালিকাদের উদ্ধার করা হবে।’’

Advertisement

জেলা পুলিশ সূত্রে খবর, নাবালিকা নিখোঁজের ঘটনা ঘটেছে ঝালদা, কেন্দা ও পাড়া থানা এলাকায়। পাড়া থানায় কার্তিক মাহাতো নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করে জানিয়েছেন, গত শনিবার থেকে তাঁর ১৭ বছরের ভাইঝি নিখোঁজ। তাঁর অভিযোগ, জাবররা গ্রামের এক যুবক নাবালিকাকে ভুল বুঝিয়ে পালিয়ে গিয়েছে। ঝালদা থানায় অজিতপ্রসাদ কুইরি নামে এক ব্যক্তির অভিযোগ, তাঁর ১৪ বছরের মেয়ে স্কুলের জন্য বেরিয়েছিলেন। কিন্তু তার পর আর বাড়ি ফেরেনি। তাঁর দাবি, মেয়েক অপহরণ করার পিছনে গ্রামেরই এক যুবক রয়েছেন। কেন্দা থানায় দায়ের হওয়া অভিযোগও এই মর্মেই দায়ের হয়েছে। তিলক ওরাং নামে ব্যক্তি পুলিশকে জানান, মঙ্গলবার থেকে তাঁর ১৬ বছরের মেয়ের খোঁজ মিলছে না।

নাবালিকা নিখোঁজের ঘটনায় ওই সব এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ৩ নাবালিকার পরিবারের সদস্য এবং পড়শিদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement