ফের চুরি, এ বার চিত্রা মোড়ে

মোটরবাইকের ডিকি থেকে আট লক্ষ টাকা চুরির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আরও একটি চুরির ঘটনা। বুধবার দুপুরে শহরের জনবহুল চিত্রামোড় থেকে চুরি গেল এক মহিলার সাইকেল। এ দিনই বোলপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই মহিলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৪
Share:

বোলপুরে ওষুধের দোকানের সিসিটিভিতে ধরা পড়েছে এমনই ছবি।

মোটরবাইকের ডিকি থেকে আট লক্ষ টাকা চুরির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আরও একটি চুরির ঘটনা। বুধবার দুপুরে শহরের জনবহুল চিত্রামোড় থেকে চুরি গেল এক মহিলার সাইকেল। এ দিনই বোলপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ দিন সকালে নিজের সাইকেল নিয়ে বেরিয়েছিলেন বোলপুরের হাটতলা খাসপাড়ার বাসিন্দা চুমকি মাহাত। তাঁর অভিযোগ, বেলা ১২টা নাগাদ চিত্রামোড়ের কাছে সাইকেল রেখে বাজার করার সময়ে কে বা কারা তাঁর সাইকেল চুরি করে নিয়েছে। পেশায় পরিচারিকা চুমকিদেবী বলেন, ‘‘ভিড়ের সুযোগে আমার সাইকেল চুরি হয়েছে। পুলিশকে লিখিত অভিযোগ জানিয়েছি।’’

Advertisement

(১) তিনি এলেন।

ঘটনা হল, মঙ্গলবার দুপুরে এক ঠিকাদারের গাড়ির ডিকি ভেঙে আট লক্ষ টাকা চুরি হয়েছিল। ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ফের সাইকেল চুরির ঘটনায় ক্ষোভ বেড়েছে স্থানীয়দের মধ্যে। ইলামবাজার থানার খয়েরবুনির বাসিন্দা ঠিকাদার অভিজিৎ ঘোষের টাকা চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ ওষুধের দোকানের সিসিটিভি-র ফুটেজ সংগ্রহ করেছে। ওই ফুটেজ দেখে পুলিশ জানতে পেরেছে, ওষুধ কেনার সময়ে মোটরবাইক আরোহী দু’জনের মধ্যে হলুদ জামা পড়া এক যুবক মোটরবাইকের ডিকি থেকে টাকার ব্যাগ নিয়ে পালায়। সামান্য দূরে অপেক্ষায় থাকা ওই মোটরবাইক আরোহীর অন্য সঙ্গীর গাড়িতে চেপে দ্রুত গতিতে শ্রীনিকেতনে দিকে পালিয়ে যায়।

Advertisement

(২) চারপাশটা দেখলেন।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে চুরির ঘটনাটি পরিষ্কার হলেও তার ২৪ ঘণ্টা পরেও উদ্ধার হয়নি টাকা। ধরা পড়েনি চোরেরাও।

(৩) তার পরেই মোটরবাইকের ডিকি খুলে হাতসাফাই!

—নিজস্ব চিত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement