মাতারা। নিজস্ব চিত্র।
প্রায় ১ মাস পর খুলে যাবে তারাপীঠ মন্দির। ১৬ জুন তা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। মন্দির খুললেও করোনাবিধি মেনে মন্দিরে মন্দির চত্বরে প্রবেশ করতে হবে ভক্তদের। সোমবার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে তারাপীঠ মন্দির কমিটি এবং মাতারা সেবাইত সংঘের তরফে। রাজ্য সরকার লকডাউনের মতো কড়াকড়ি জারি করার পরই ১৮ মে বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দির।
করোনাবিধির কথা বলা হলেও গর্ভগৃহে ঢোকার ব্যাপারে কোনও নিষেধাজ্ঞা রাখা হয়নি। তবে গর্ভগৃহে ঢোকার অনুমতি থাকলেও বিগ্রহ স্পর্শ করা যাবে না বলে জানিয়েছেন মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায়। নির্দিষ্ট দূরত্ব থেকেই ভক্তদের পুজো দিতে হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি মন্দিদের মধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক।
মন্দির খোলা নিয়ে মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেছেন, ‘‘সারা ভারত থেকে ভক্তরা আসেন এই মন্দিরা। এর সঙ্গে সেবাইত, দোকানদান, হোটেল ব্যবসায়ীদের অর্থনীতি জড়িয়ে আছে। তাই করোনাবিধি মেনে মন্দির খোলা হবে।’’