জাতীয় সড়কের দুরবস্থা আর ধুলো-দূষণের প্রতিবাদে সিউড়ির তিলপাড়ায় কলেজ পড়ুয়াদের বিক্ষোভ। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়
জাতীয় সড়ক সংস্কারের দাবিতে অবরোধ করেছিলেন সিউড়ি অরবিন্দপল্লির বাসিন্দারা। তার পাঁচ দিনের মাথায় একই দাবিতে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা। এতে বৃহস্পতিবার দুপুরে সিউড়ি এলসি (রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ) কলেজ মোড়ে তীব্র যানজট হয়। পরে সিউড়ি পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।
শহর লাগোয়া ৬০ নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে সরকারি পলিটেকনিক, আইটিআই এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। কলেজের পড়ুয়াদের অভিযোগ, রাস্তা বেহাল থাকায় কলেজ যাতায়াতে সমস্যা হয়। রাস্তা দিয়ে অত্যাধিক ভারী গাড়ি চলার ফলে প্রচুর ধুলো হয়। কলেজে ক্লাস করতে সমস্যা হয়। ক্লাসে পড়ার সময় নানা জিনিসে জমে যায় পুরু ধুলোর আস্তরণ। অতিরিক্ত ধুলোয় শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে বলেও পড়ুয়াদের অভিযোগ। অনেক সময় বড় গাড়ির চাকা থেকে পাথর ছিটকে আসে। তার আঘাতে অনেক কলেজ পড়ুয়া অতীতে আহত হয়েছেন।
এই আবহে বাধ্য হয়ে পিঠে ব্যাগ নিয়ে রাস্তা অবরোধ শুরু করেন। আধ ঘণ্টা ধরে চলে অবরোধ। পড়ুয়াদের কেবল একটাই দাবি, দ্রুত জাতীয় সড়ক সংস্কার করা হোক। কলেজ পড়ুয়া দেবু সাহা, দেবকান্ত ঘোষ, শঙ্কর নন্দীদের কথায়, ‘‘ধুলোর জন্য পড়াশোনা বন্ধ হতে বসেছে। এমন অবস্থা হতে পারে কখনও ভাবিনি। রাস্তার পাশেই রয়েছে ছাত্রাবাস। আবাসিকদের অবস্থা সবচেয়ে ভয়াবহ।’’ এ দিকে, অবরোধের জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজট হয়। আটকে যায় অসংখ্য বাস, ট্রাক-সহ ছোট-বড় গাড়ি। তখন পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
শহর লাগোয়া জাতীয় সড়ক দীর্ঘ দিন ধরেই বেহাল। কোথাও উঠেছে রাস্তার পিচ, কোথাও আবার বড় বড় গর্ত। তবে সব থেকে বড় সমস্যা হল ধূলো। সেই নিয়ে জাতীয় সড়ক লাগোয়া এলাকাগুলির বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল। দ্রূত সংস্কারের দাবি নিয়ে গত শনিবার বেলার দিকে অরবিন্দপল্লীর মহিলারা পথ অবরোধ করেন। সেই সময়ও পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। সেই ঘটনার পাঁচদিনের মাথায় পুনরায় একই কারণে পথ অবরোধ করলেন কলেজ পড়ুয়ারা৷ কিন্তু বার বার বিক্ষোভ দেখানোর পরেও যে সমস্যার সমাধান হবে সেই নিয়েও যথেষ্ট ধন্দে আছেন কলেজ পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দা সকলেই।
জাতীয় সড়কের ডিভিশন ১২-র এগজিকিউটিভ ইঞ্জিনিয়র নিশিকান্ত সিংহ বলেন, ‘‘যন্ত্রপাতি সব এসে গেছে। ডিসেম্বরের ১ তারিখ থেকে জাতীয় সড়ক সংস্কারের কাজ শুরু হবে।’’