Suri

বাঁশজোড়-খুনে জেল হেফাজত কাজলের

খুনের ঘটনার অভিযোগে কাজল, তাঁর দাদা উজ্জ্বল শাহ সহ পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি এলাকায় অশান্তির ঘটনায় আরও ১০ জনকে শনিবার রাতেই গ্রেফতার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ০৮:৫০
Share:

আদালতে কাজল শাহ। নিজস্ব চিত্র

বাঁশজোড়ের যুবক খুনের ঘটনায় তৃণমূল নেতা কাজল শাহ-সহ ধৃত পাঁচ জনের ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার দুপুরে ধৃতদের সিউড়ি আদালতে তোলা হয়।

Advertisement

ঘটনা সূত্রপাত গত শনিবার রাতে। সিউড়ি থানার বাঁশজোড় গ্রামের বছর উনিশের তরুণ শেখ ফাইজুলকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। এর পরেই গ্রামে উত্তেজনা ছড়ায়। মুড়িমুড়কির মতো বোমাবাজি হয়। একাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয়, পুড়িয়েও দেওয়া হয় একাধিক বাড়ি। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিবার স্থানীয় তৃণমূল নেতা কাজল শাহ ও তাঁর দলবলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। পরিবার ও গ্রামবাসীর একাংশের দাবি, অবৈধ বালিঘাটের দখল নিয়ে এলাকায় দুই গোষ্ঠীর বিবাদ ছিল। তার জেরেই ফাইজুলকে প্রাণ দিতে হয়েছে। নিহতের বাবা কাজলের বিরুদ্ধ গোষ্ঠী আতাই শেখের ঘনিষ্ঠ হিসাবে এলাকায় পরিচিত।

ওই খুনের ঘটনার অভিযোগে কাজল, তাঁর দাদা উজ্জ্বল শাহ সহ পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি এলাকায় অশান্তির ঘটনায় আরও ১০ জনকে শনিবার রাতেই গ্রেফতার করা হয়। খুনের অভিযোগে ধৃত পাঁচ জনকে এ দিন আদালতে তোলা হয়। ধৃতদের আইনজীবীর পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন আর জানায়নি। ধৃতদের জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতে পাঠান বিচারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement