সিউড়িতে ‘স্পাইডারম্যান’। নিজস্ব চিত্র।
দুর্গাপুরের পর এ বার বীরভূমের সিউড়ি। দিনের আলোয় বাসস্ট্যান্ডে দাপিয়ে বেড়ালো ‘স্পাইডারম্যান’ বা ‘মাকড়সা মানুষ’। সেই মাকড়সা মানুষকে নিয়ে মেতে উঠলেন স্থানীয়রাও।
সোমবার সিউড়ির রাস্তায় ঘুরতে দেখা গিয়েছে স্পাইডারম্যানের পোশাক পরা ওই ব্যক্তিকে। রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ বাসের পিছনে উঠে পড়েন তিনি। তার পর নানা রকম অঙ্গিভঙ্গি করে উপস্থিত জনতার মনোরঞ্জন করছিলেন তিনি। যা দেখে আনন্দে মাতেন স্থানীয়রাও।
অবশ্য স্পাইডারম্যান সাজা ওই ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। কোথায় তাঁর বাড়ি, কেনই বা তিনি স্পাইডারম্যান সেজে প্রকাশ্যে বিনোদনের ব্যবস্থা করছেন, তাও জানা সম্ভব হয়নি। তবে বাসের পিছনে উঠে স্পাইডারম্যানের ‘কেরামতি’ এই প্রথম নয়। সপ্তাহখানেক আগে দুর্গাপুর বাসস্ট্যান্ডেও দেখা মিলেছিল স্পাইডারম্যানের। সিউড়ি এবং দুর্গাপুরে দেখতে পাওয়া ‘স্পাইডারম্যান’ একই ব্যক্তি কি না, সে ব্যাপারে অবশ্য কিছু জানা সম্ভব হয়নি।