Sonajhuri

Sonajhuri Market: শান্তিনিকেতনের সোনাঝুরি হাট বন্ধ, অনুব্রতের গ্রেফতারির প্রতিবাদে

অনুব্রত সোনাঝুরি হাট কমিটির সম্পাদক। তাঁর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে হাট কমিটির পক্ষ থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১৬:২২
Share:

অনুব্রতের গ্রেফতারির প্রতিবাদে শনিবার বসল না সোনাঝুরি হাট

সপ্তাহান্তে বন্ধ শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। গরুপাচার-কাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার প্রতিবাদে শনিবার হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাট কমিটি। যার জেরে নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে সপ্তাহের শেষে এক-দু’দিনের জন্য বীরভূমের বোলপুর-শান্তিনিকেতন ঘুরতে আসা পর্যটকদের। সমস্যায় পড়েছেন হাটে বসা সাধারণ ব্যবসায়ীরাও।

Advertisement

অনুব্রত সোনাঝুরি হাট কমিটির সম্পাদক। তাঁর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে হাট কমিটির পক্ষ থেকে। শনিবার হাট বন্ধ রাখার পাশাপাশি মিছিলও করা হবে বলে জানানো হয়েছে। কমিটির সদস্য তথা প্রাক্তন সম্পাদক শেখ ইউসুফ আলি বলেন, ‘‘আমাদের সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। তার প্রতিবাদে হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’’

হাট কমিটির এই সিদ্ধান্তে সাধারণ ব্যবসায়ীরা খানিক বিপাকেই পড়েছেন। সোনাঝুরি হাটে জামাকাপড়ের দোকান রয়েছে পাড়ুই এলাকার বাসিন্দা শেখ ইউসুফের। তিনি বলেন, ‘‘আমরা তো আর বড় মাপের ব্যবসায়ী নই। সপ্তাহের শেষে দোকান রাখাটা আমাদের কাছে বড় ব্যাপার। শনিবার প্রচুর মানুষের সমাগম হয় হাটে। কী আর করা যাবে! হাট কমিটির সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে।’’

Advertisement

দু’দিনের জন্য কলকাতা থেকে শান্তিনিকেতনে ঘুরতে এসে শনিবার বেলার দিকে হাটে গিয়েছিলেন সুচিত্রা মণ্ডল। হাট বন্ধ দেখে ফিরে আসার পথে তিনি বলেন, ‘‘এখানে এসে জানতে পারলাম, হাট বন্ধ। বলা হল, অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার প্রতিবাদে হাট বন্ধ রাখা হয়েছে। যদি হাট বন্ধই রাখতে হত, তা হলে আগাম নোটিস দেওয়া উচিত ছিল। তা হলে আর এ ভাবে এসে ফিরে যেত হত না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement