হাট পরিদর্শনে পৌরসভার সদস্যরা। —নিজস্ব চিত্র।
সোনাঝুরি হাট রক্ষণাবেক্ষণে র দায়িত্ব নিল বোলপুর পৌরসভা। এত কাল ওই হাটের দায়িত্ব ছিল রূপপুর গ্রাম পঞ্চায়েতে। কিন্তু নতুন মানচিত্র অনুযায়ী, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সোনাঝুরি এলাকা বোলপুর পৌরসভার অন্তর্ভুক্ত হতে চলেছে। তার আগেই সোনাঝুরি হাটের নিয়ন্ত্রণ নিল পৌরসভা।
এ দিন হাট পরিদর্শন করেন প্রশাসক বোর্ডের সদস্য ওমর শেখ-সহ পৌর কর্তৃপক্ষ।
ওমর শেখ বলেন, ‘‘পৌরসভার অন্তর্ভুক্ত হতে চলেছে হাট। তাই আগেই আমরা পরিদর্শন করলাম। যানজট নিয়ন্ত্রণ, পরিচ্ছন্ন রাখতে বলে এসেছি সকলকে।’’
শান্তিনিকেতনের অন্যতম পর্যটন কেন্দ্র বা পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু হল সোনাঝুরি জঙ্গলের এই হাট৷ আগে প্রতি শনিবার হাট বসলেও, বর্তমানে প্রত্যেক দিনই হাট বসে৷ গত ৩-৪ বছরে হাটের পরিধিও বেড়েছে।