নিজস্ব চিত্র।
আবার অনুব্রত মণ্ডলের জেলায় গরু পাচারের অভিযোগে গ্রেফতার হলেন ছ’জন। বাজেয়াপ্ত করা হয় ২৮টি গরু। শনিবার ভোর রাতে গরু বোঝাই তিনটি পিকআপ ভ্যান আটক করে নলহাটি থানার পুলিশ। গাড়িতে থাকা ছ’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। পুলিশ সূত্রে খবর, তাঁরা গরুর কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁদের গ্রেফতার করা হয়েছে। এর পর ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে হাজির করিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে বীরভূমের রাস্তা দিয়ে গরু পাচার করা হচ্ছিল। নিয়ে যাওয়া হচ্ছিল মুর্শিদাবাদ। গোপন সূত্রে তার খবর পেয়েই অভিযান চালান তদন্তকারীরা। ঝাড়খণ্ড-নলহাটি রাস্তার সোনারকুণ্ড গ্রামের কাছে ওই তিনটি পিকআপ ভ্যান আটক করা হয়।
প্রসঙ্গত, গত অগস্ট মাসে গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে আসানসোল সংশোধনাগারে বন্দি রয়েছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তার পরেও বেশ কয়েক বার বীরভূম দিয়ে গরু পাচারের অভিযোগ উঠেছে। গত সেপ্টেম্বর মাসেই পাচারের অভিযোগে ৩৬টি গরুবোঝাই লরি আটক করেছিল রামপুরহাট থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছিল দু’জনকে।