Shootout

Shootout at Adra: আদ্রার রেল ইয়ার্ডে চলল গুলি, দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম দু’জন শ্রমিক

দুপুরে আদ্রার রেল ইয়ার্ডে একটি বাতিল মালগাড়ির কামরা কাটার কাজ চলছিল। ওই সময়েই হামলা চালায় চার দুষ্কৃতী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আদ্রা শেষ আপডেট: ১৬ মে ২০২২ ১৭:১৬
Share:

নিজস্ব চিত্র

উত্তর ২৪ পরগনার পর এ বার পুরুলিয়া। ভরদুপুরে গুলি চলল আদ্রায়। সোমবার দুপুর আড়াইটে নাগাদল আদ্রার রেল ইয়ার্ডে গুলি চালানোর ঘটনা ঘটে। ওই ঘটনায় দু’জন রেল শ্রমিক গুরুতর জখম হয়েছেন। তাঁদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে জিআরপি।

দুপুরে আদ্রার রেল ইয়ার্ডে একটি বাতিল মালগাড়ির কামরা কাটার কাজ চলছিল। সেই কাজ করছিলেন ৮-১০ জন শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় চার জন এসে শ্রমিকদের কাজ বন্ধ করতে বলে। শ্রমিকেরা তা না শোনায় তাঁদের উপর এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় দু’জন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন।

Advertisement

এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আদ্রার রেল ইয়ার্ড এলাকায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে আরপিএফ ও জিআরপি। রেল পুলিশ জানিয়েছে, মোট ৯ রাউন্ড গুলি চালানো হয়েছে। তবে গুলি চালানোর ঘটনার সঙ্গে কারা যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দুপুর আড়াইটে নাগাদ ব্যারাকপুরেও একটি বিরিয়ানির দোকানে গুলি চলার ঘটনা ঘটে। ঘটনায় জখম হয়েছেন দু’জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement