প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়া। সেই সঙ্গে শৌচাগার ব্যবহারে আরও সচেতনতা বাড়ানো। এই দু’টি বিষয় নিয়ে সম্প্রতি আলোচনাসভা হয়ে গেল আড়রা পঞ্চায়েতের কমিউনিটি হলে। উপস্থিতি ছিলেন রঘুনাথপুরের বিডিও সুনীতিকুমার গুছাইত, সিডিপিও অর্চনা বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ মাহাতো। আড়রার প্রধান মধুসূদন দাস জানান, সভায় আসা কিশোরীদের কাছে কম বয়েসে বিয়ের পরে কী কী সমস্যা হয় তা নিয়ে বিশদে আলোচনা করেন বক্তারা। অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের মাধ্যমে কী ভাবে নির্মল বাংলা অভিযান প্রকল্পে শৌচাগার ব্যবহারে বাসিন্দাদের সচেতন করা যায় তা নিয়েও আলোচনা হয়।