Coronavirus

মন্দির খুলতে সুরক্ষায় নজর

মন্দির কমিটির অনুরোধে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ মন্দিরের পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ প্রান্তে স্যানিটাইজ়ার টানেল বসিয়েছে।

Advertisement

অপূর্ব চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ১৪ জুন ২০২০ ০৩:১৯
Share:

সতর্কতা: মন্দির চত্বরে ঢোকার আগে স্যানিটাইজ়ার টানেল। (উপরে) দূরত্ব বজায় রাখতে আঁকা হয়েছে বৃত্ত। ছবি: সব্যসাচী ইসলাম

জুনের শুরু থেকেই রাজ্যের নানা ধর্মস্থান খোলার ব্যাপারে অনুমতি মিললেও খোলেনি তারাপীঠ মন্দির। ১৫ জুন অবধি মন্দির বন্ধ থাকবে বলে জানানো হয়। সেই সময়সীমা শেষের এক দিন আগে, আজ, রবিবার সেবাইতদের নিয়ে বৈঠক করবেন মন্দির কমিটি। সূত্রের খবর, মন্দির খোলা নিয়েই আলোচনা হবে বৈঠকে। তবে মন্দির খোলা হলে স্বাস্থ্যবিধি মানার জন্য নানা ব্যবস্থার আয়োজন ইতিমধ্যেই করা হয়েছে মন্দিরে।

Advertisement

মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, আজ রবিবার সকাল ১১টায় মন্দির চত্বরে মন্দির কমিটি আলোচনায় বসে মন্দির খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় এবং সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় জানান, যথাসম্ভব স্বাস্থ্য বিধি মেনে মন্দির খোলার জন্য মন্দির কমিটি ১৫ জুন পর্যন্ত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। ইতিমধ্যে নানা পদক্ষেপ করা হয়েছে।

মন্দির কমিটির অনুরোধে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ মন্দিরের পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ প্রান্তে স্যানিটাইজ়ার টানেল বসিয়েছে। টানেলের মধ্য দিয়ে দর্শনার্থীরা মন্দির চত্বরে প্রবেশ করবেন। এরপরে থার্মাল গান দিয়ে তাপমাত্রা পরীক্ষা ও স্যানিটাইজ়ার দিয়ে হাত ধোওয়ার ব্যবস্থা থাকবে। মন্দির চত্বরে প্রবেশ করার পরে ৬ ফুট দূরত্ব বিধি মেনে দর্শনার্থীদের লাইনে দাঁড় করানোর জন্য বৃত্তাকার গণ্ডিও কাটা হয়েছে।

Advertisement

সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তা কর্মীদেরও। যেহেতু তাঁরা দর্শনার্থীদের সংস্পর্শে আসবেন সেই কারণে সকাল সন্ধ্যায় দুই শিফটে কর্মরত পঞ্চাশ জন নিরাপত্তা কর্মীদের সুরক্ষার জন্য গ্লাভস, মাস্ক, ফেস শিল্ডের ব্যবস্থা করেছে মন্দির কমিটি। মন্দির চত্বরে প্রবেশের জন্য বাধ্যতামূল করা হয়েছে মাস্কও। প্রতিদিন মন্দির চত্বর জীবাণুমুক্ত করা হবে। এ জন্য বিশেষ যন্ত্রও কেনা হয়েছে।

তবে এত কিছু মেনে চলার পরে মূল মন্দিরের গর্ভগৃহে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন কি না বা মন্দিরে ভক্তরা ভাণ্ডারা বা বিশেষ নিবেদন করতে পারবেন কি না এ সমস্ত ব্যাপারে জানাতে পারেনি মন্দির কমিটি। আজ বৈঠকে এ সমস্ত বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্দির কমিটি জানান।

দীর্ঘ তিন মাস পরে মন্দির দর্শনার্থীদের খোলার আশায় আছেন তারাপীঠের লজ ব্যবসায়ী, ফুল বিক্রেতা থেকে ভোগের ডালি বিক্রেতারা। তবে যেহেতু ট্রেন চলাচল বন্ধ আছে, তাই তারাপীঠে দর্শনার্থীদের এখন ভিড় খুব হবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবুও দর্শনার্থীদের জন্য লজ ব্যবসায়ীরাও যথারীতি স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যবস্থা রাখছেন বলে জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement