দু’টি চন্দন গাছ চুরি হয়ে গেল খোদ ডিএফও বাংলো থেকে! শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সিউড়ির ফরেস্ট বাংলোয়। বন দফতরের বিভিন্ন জঙ্গল থেকে গাছ চুরির ঘটনা কোনও বিচ্ছিন্ন বা অপ্রত্যাশিত ঘটনা নয়। কিন্তু খোদ বনকর্তার বাংলো থেকে গাছ চুরিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কী ভাবে নৈ প্রহরী থাকা সত্বেও এভাবে গাছ চরির ঘটনা ঘটল তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দফতর সূত্রের খবর, একটি ছোট ও একটি বড় চন্দন গাছ শনিবার গভীর রাতে কেটে নিয়ে গেলেও বিষয়টি জানাজানি হয় রবিবার সকালে। ডিএফও সন্তোষা জিআর বলেন, ‘‘দুটি গাছের মধ্যে একটি খুব ছোট। কেটে নিয়ে গেলেও কারও কোনও লাভ নেই। কিন্তু বড় গাছটি লক্ষাধিক টাকা দাম হবে। পুলিশকে জানিয়েছি, নিজেও ঘাটনার তদন্ত করে দেখছি কী ভাবে গাছগুলি চুরি গেল।’’ খতিয়ে দেখা হচ্ছে নৈশ প্রহরীর ভূমিকাও।