parui

‘তৃণমূলের সাজানো মিথ্যা মামলায়’ ফাঁসাচ্ছে পুলিশ, অভিযোগ নিয়ে থানা ঘেরাও বিজেপি-র

সাঁইথিয়া বিধানসভার বিজেপি প্রার্থী প্রিয়া সাহার নেতৃত্বে এই অবস্থান-বিক্ষোভ চলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ১৭:০২
Share:

অভিযোগ, এলাকার পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে। মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।

মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে পাড়ুই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সাঁইথিয়া বিধানসভার বিজেপি প্রার্থী-সহ দলের কর্মী-সমর্থকেরা। শুক্রবার সাঁইথিয়া বিধানসভার বিজেপি প্রার্থী প্রিয়া সাহার নেতৃত্বে বিজেপি-র কর্মী-সমর্থকেরা থানার সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন।
তাঁদের অভিযোগ, এলাকার পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে। শাসকদলের নির্দেশেই নাকি বিজেপির নেতা-কর্মীদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। এমনকি, পুলিশের মদতেই আবার তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় তাণ্ডব করে বেড়াচ্ছে। বারবার বিজেপি কর্মীরা এ নিয়ে অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।
তাঁদের দাবি, এলাকার শান্তি-শৃঙ্খলা কায়েম রাখার ভার পুলিশ-প্রশাসনের। তাই পুলিশ যেন কারও দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষ ভাবে কাজ করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement