Medical College

আরটিপিসিআর পরীক্ষার প্রস্তুতি মেডিক্যালেও

রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে ট্রু ন্যাট পদ্ধতিতে করোনা পরীক্ষা কারা চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ১৭ জুন ২০২০ ০৫:৫২
Share:

ছবি সংগৃহীত।

অপেক্ষা আর কয়েকদিনের। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষায় এ বার আরটিপিসিআর টেস্ট শুরু হতে চলেছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। জেলায় সিউড়ি সদর হাসপাতালে ইতিমধ্যে এই টেস্ট চালু হয়েছে। রামপুরহাটেও তা চালু হলে করোনা পরীক্ষায় গতি আসবে।

Advertisement

রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে ট্রু ন্যাট পদ্ধতিতে করোনা পরীক্ষা কারা চলছে। এই টেস্টের মাধ্যমে দিনে বড়জোর ২০ জনের টেস্ট করতে পারা যায়। এ ছাড়া ট্রু ন্যাট পদ্ধতিতে টেস্টে করোনা পজিটিভ মিললে তা সঠিক কি না তা পুনরায় পরীক্ষা করার জন্য কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠাতে হয়। সেখান থেকে করোনা পজিটিভ জানালে তবেই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ করোনা পজিটিভ বলতে পারবেন। আরটিপিসিআর যন্ত্র চালু হলে সেই সমস্যা আর থাকবে না।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট মেডিক্যাল কলেজে এই টেস্ট চালু হলে একসঙ্গে অন্তত তিনশোটি নমুনা পরীক্ষা করা যাবে। সেক্ষেত্রে স্বাস্থ্য জেলাতে টেস্টের সংখ্যাও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে অনেক দ্রুত জানা যাবে করোনা পরীক্ষার ফলাফলও।

Advertisement

রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি সুজয় মিস্ত্রি জানান, ওই যন্ত্র বসানোর জন্য মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে জায়গা দেখা হয়েছে। তাঁর কথায়, ‘‘স্বাস্থ্য ভবন থেকে আরটিপিসিআর টেস্টের জন্য প্রয়োজনীয় যন্ত্র পাঠানোর ব্যবস্থা হয়েছে। চিকিৎসকদেরও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য ভবন থেকে টেকনিশিয়ান নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয়েছে।’’

তবে যতদিন না এই পরীক্ষা চালু হচ্ছে ততদিন রিপোর্ট দ্রুত আনতে কলকাতার বদলে রামপুরহাট মেডিক্যালের নমুনা সিউড়ি হাসপাতালে পাঠানোর দাবি জানিয়েছেন চিকিৎসকদের একাংশ। সিউড়িতে কিছুদিন আগে এই পরীক্ষা চালু হয়েছে। এ প্রসঙ্গে এমএসভিপি বলেন, ‘‘স্বাস্থ্য ভবন থেকে রামপুরহাট মেডিক্যালের সঙ্গে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনকে যুক্ত করা হয়েছে। সে ক্ষেত্রে স্বাস্থ্য ভবনের নির্দেশ অগ্রাহ্য করা যাবে না। তবে চিকিৎসকদের দাবির বিষয়টি স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement