যাঁর বাড়িতে এই বিস্ফোরণ হয়েছে তিনি ভেরামারি গ্রামের তৃণমূল বুথ সভাপতি। নাম হাফিজুল মোল্লা। —নিজস্ব চিত্র।
আবার বীরভূমে বোমা বিস্ফোরণ। এ বার এক তৃণমূল নেতার বাড়ি চত্বরের শৌচাগারে বিস্ফোরণ ঘটে জখম হলেন অন্তত ২ জন। বিস্ফোরণের তীব্রতায় পাশের পাকা বাড়ির একটি দেওয়ালও ভেঙে পড়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বীরভূমের পাড়ুই থানার ভেরামরি গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, যাঁর বাড়িতে এই বিস্ফোরণ হয়েছে তিনি ভেরামারি গ্রামের তৃণমূল বুথ সভাপতি। নাম হাফিজুল মোল্লা। শুক্রবার সন্ধ্যায় হাফিজুলের বাড়ির দিক থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পান প্রতিবেশীরা। কেঁপে ওঠে আশপাশের এলাকা। পরে দেখা যায়, তৃণমূল নেতার বাড়ির শৌচাগার ভেঙে গিয়েছে। পাশের বাড়ির দেওয়ালও ভেঙে পড়েছে। কিন্তু কী ভাবে শৌচাগারে বিস্ফোরক এল কিংবা আগেই থেকে সেখানে বিস্ফোরক মজুত ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
এখনও পর্যন্ত বাড়িমালিক তথা তৃণমূল নেতা হাফিজুলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত চলছে।