মেরামতির কাজ অসমাপ্ত রেখেই আজ রবিবার থেকে ফের জল সরবরাহ চালু করা হচ্ছে। মানবাজারের হরেকৃষ্ণপুর গ্রামের ঘাটে জল সরবরাহ প্রকল্পের মাটির নীচে থাকা রিজার্ভারটি মেরামতির কাজ অসমাপ্ত রেখেই জল সরবরাহ ফের চালু করা হচ্ছে বলে জানিয়েছেন মানবাজার ১ ব্লক প্রশাসনের আধিকারিকেরা।
হরেকৃষ্ণপুর গ্রামের রিজার্ভারটি জীর্ণ হয়ে পড়েছিল। তাই জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের কর্তারা মেরামতির জন্য দু’দিন সময় নিয়েছিলেন। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সেই মতো এলাকায় মাইকে ঘোষণা হয়েছিল, শুক্র ও শনিবার দু’দিন জল সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার তৃণমূলের স্থানীয় নেতৃত্ব কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিতে হরেকৃষ্ণপুর গ্রামে যান। স্থানীয় তৃণমূল নেতা মানবেন্দ্র চক্রবর্তী বলেন, ‘‘মেরামতির দায়িত্বে থাকা দুই ঠিকাদার জানিয়েছেন, দু’দিনে এই কাজ শেষ করা সম্ভব নয়। আরও সময় লাগবে। দু’দিন ধরে জল বন্ধ থাকার পরে রবিবার দোলের দিনও জল না পেলে এলাকায় অশান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।’’
মানবাজার (১) বিডিও সত্যজিৎ বিশ্বাস বলেন, ‘‘মেরামতির দায়িত্বে থাকা দুই ঠিকাদার আমাকে জানিয়েছেন তাদের ধারণা ছিল দু’দিনের মধ্যে মেরামতির কাজ শেষ হবে। কিন্তু কাজে নেমে তারা বুঝতে পাচ্ছেন, শেষ করতে এখনও বেশ দেরি। কিন্তু রবিবার দোলের দিন জল না এলে এলাকায় সমস্যা বাড়তে পারে। তাই আপাতত মেরামতির কাজ স্থগিত রাখা হয়েছে। আজ রবিবার থেকে জল চালু হবে।’’