rape

Rape victim's family: পুলিশে অভিযোগ দায়ের করায় নির্যাতিতার পরিবারকে মারধরের অভিযোগ

শান্তিনিকেতন থানার দ্বারস্থ হলেন নির্যাতিতার পরিবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১৭:২৪
Share:

প্রতীকী ছবি

পুলিশে অভিযোগ দায়ের করায় নির্যাতিতার পরিবারকে মারধরের অভিযোগ উঠল অভিযুক্তের পরিবারের লোকেদের বিরুদ্ধে। শান্তিনিকেতন থানার দ্বারস্থ হলেন নির্যাতিতার পরিবার। নিয়মিত হুমকিও পাচ্ছিলেন তাঁরা।

গত বছর নভেম্বর মাসে শান্তিনিকেতন থানার অন্তর্গত কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের বানগ্রাম এলাকায় এক নাবালিকাকে বাডি় থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে। পুলিশ এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে একজন নাবালক। সে জামিন পেলেও বাকিরা এখনও জেলে।

Advertisement

নির্যাতিতার পরিবারের অভিযোগ, অভিযুক্তের বাড়ির লোকজনেরা শুক্রবার রাতে তাঁদের বাড়িতে চড়াও হয়ে নাবালিকা ও তার পরিবাবরে লোকজনকে মারধর করে। মামলাও তুলে নেওয়ার জন্য তাদের নিয়মিত হুমকিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।
শনিবার বোলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা। পুলিশের কাছে তাঁরা নিরাপত্তার দাবিও করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement